পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুখবর পশ্চিমবঙ্গে একের পর এক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে চলেছে স্কুল শিক্ষা দপ্তর ।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্কুলের প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা আগ্রহী এবং শিক্ষকতা করার যোগ্যতা রয়েছে তারা পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে আবেদন করতে পারবে। এমনকি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি চাকরি করার সুযোগ হাতছাড়া না করেই শেষ অব্দি অবশ্যই পড়ুন বিস্তারিত জানার জন্য।
যে যে বিভাগে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে তা নিচে উল্লেখ করা হল -
1.Music Techer
শিক্ষাগত যোগ্যতা : মিউজিক বিষয়ে গ্রেজুয়েট বা পোস্ট গ্রেজুয়েট পাশ করলে আবেদন করতে পারবেন।
2.Nursery Teachers
শিক্ষাগত যোগ্যতা : মন্তেশ্বরী ট্রেনিং, গ্রেজুয়েট /D.EL.ED / N.TT যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।
3. PRTs ( Primary Teachers -I-V)
যে যে বিষয়ে নিয়োগ করা হবে : হিন্দি, ইংরেজি,অঙ্ক, বিজ্ঞান, সোস্যাল সায়েন্স, শারীরিক শিক্ষা।
শিক্ষাগত যোগ্যতা : এই শুধু মহিলারাই আবেদন করতে পারবে। গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED/ B.PED পাশ করতে হবে এছাড়াও টিচিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
4.TGTs ( Secondary Teachers-VI-X)
যে যে বিষয়ে নিয়োগ করা হবে : ইংরেজি, হিন্দি,ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস ও রাষ্ট্র বিজ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা : অনার্স গ্রেজুয়েট / পোস্ট গ্রেজুয়েট পাশ সঙ্গে B.ED পাশ করতে হবে। এছাড়াও CBSE অনুমোদন স্কুল থেকে বা ইংরেজি মাধ্যমে স্কুলে টিচিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
5.PGTs( Higher Secondary Teachers -XI-XII)
যে যে বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে : ইংরেজি, ইতিহাস, রাষ্ট্র বিজ্ঞান, ফিজিক্স, অঙ্ক, কম্পিউটার সায়েন্স ও ফাইন আর্ট।
শিক্ষাগত যোগ্যতা : MA/M.SC/MCA বিষয়ের সঙ্গে সমান বিষয়ে পাশ করলে সঙ্গে B.ED পাশ করতে হবে। এছাড়াও 2-3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার থাকবে। CBSE/ ICSE অনুমোদন স্কুল থেকে।
আবেদনকারীদের অবশ্যই ইংরেজিতে ফ্লুয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটার সহ টিচিং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
আবেদন পদ্ধতি : ইমেইলের মাধ্যমে আবেদনকারী প্রার্থীর CV পাঠাতে হবে। নিচে ইমেইল এড্রেস উল্লেখ করা হল। iisasansolcareers2022@gmail.com এছাড়াও স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। সিভি ছাড়া আর কোনো ডকুমেন্টস জমা করতে হবে না।
নিয়োগ পদ্ধতি : শর্ট লিস্ট তৈরি করে তার উপর ভিত্তি করে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ :20-01-2022 এর মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।
MORE JOBS:মাধ্যমিক পাশে Bandhan Bank এ ফের 8 হাজার কর্মী নিয়োগ। বাড়িতে বসে আবেদন করলেই চাকরি।
আরও বিস্তারিত তথ্য জানতে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন চেক করুন।
Official Website :https://iisasansol.org/
Official notification : Click Here
MORE JOBS :সুখবর!পশ্চিমবঙ্গে বিনামূল্যে ট্রেনিং দিয়ে 10797 জনের সরাসরি সরকারি চাকরি।