নতুন বছরে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীর জন্য ফের নয়া সুখবর। রাজ্যের স্কুলে ফের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোনো রকম WBSSC-র পরীক্ষা ছাড়াই পশ্চিমবঙ্গের স্কুলে সরাসরি শিক্ষক পদে চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্কুলে বেশ কয়েকটি শূন্যপদে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থী স্কুল শিক্ষক চাকরি করতে ইচ্ছুক এবং তার শিক্ষকতা করার যোগ্যতা আছে তাদের সকলকে আবেদন করতে অনুরোধ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা শেষ অবধি পড়বেন আরও বিস্তারিত তথ্য জানার জন্য। নিচে শূন্যপদ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল -
পদের নাম : স্কুল শিক্ষক ও শিক্ষিকা (School Teachers)
কী কী বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে এবং তার সম্পর্কে বিস্তারিত দেওয়া হল -
1.ইতিহাস (History)
Education Qualification : প্রার্থীকে ইতিহাস বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
2. ভূগোল (Geography)
Education Qualification : প্রার্থীকে ভূগোল বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
3. অঙ্ক (Mathematics)
Education Qualification : প্রার্থীকে অঙ্ক বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
4.ইকোনমিকস (Economics)
Education Qualification : প্রার্থীকে ইকোনমিকস বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
5. কম্পিউটার সায়েন্স (Computer Science)
Education Qualification : প্রার্থীকে কম্পিউটার সায়েন্স বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
6. ইংরেজি (English)
Education Qualification : প্রার্থীকে ইংরেজি বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
7.হোম সায়েন্স (Home Science)
Education Qualification : প্রার্থীকে হোম সায়েন্স বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
8. কমার্স (Commerce)
Education Qualification : প্রার্থীকে কমার্স বিষয়ে গ্রেজুয়েট বা মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে এবং সঙ্গে B.ED করা থাকলে অগ্রাধিকার পাবে। তবে B.ED ছাড়াও আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স : আবেদনকারীর বয়স উল্লেখ নেই তবে অন্যান্য সরকারি চাকরির সমতুল্য বয়স হলে আবেদন করতে পারবে। অর্থাৎ 20-45 বছর বয়স হলে আবেদন করতে হবে।
আবেদন পদ্ধতি :Email এর মাধ্যমে আবেদন করতে হবে। নিজের বায়োডাটার সঙ্গে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস ইমেইল এড্রেসে সরাসরি পাঠাতে হবে।
মাধ্যমিক পাশে সরকারি স্কুলে 107 জন নন টিচিং স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি
আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?
1. বায়োডাটা সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি
2. বৈধ ইমেইল ও মোবাইল নম্বর বায়োডাটার মধ্যে উল্লেখ করতে হবে
3.মাধ্যমিক এডমিট
4. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
5. আধার ও ভোটার কার্ড
6. অভিজ্ঞতা (যদি থাকে)
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস ইমেইল এড্রেসে PDF করে বা JPG করেও পাঠাতে পারেন।
পশ্চিমবঙ্গের স্কুলে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
আবেদন পাঠানোর ইমেইল এড্রেস : principalbigmhs@gmail.com
আবেদন জমা করার শেষ তারিখ : আগামী 10 জানুয়ারি 2022 এর মধ্যে আবেদন পত্র জমা করতে হবে।
এছাড়াও আরও বিস্তারিত জানতে হলে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে বিজ্ঞপ্তি দেখে নিন।
বিজ্ঞপ্তি ডাউনলোড করুন : এখানে ক্লিক করে
আরও নতুন নতুন চাকরির খবর পড়ুন
পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাঙ্কে প্রচুর Group C নিয়োগের বিজ্ঞপ্তি। পরীক্ষা ছাড়াই নিয়োগ।
মাধ্যমিক পাশে 'তসর বন্ধু ' প্রকল্পে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ