কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী, গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। তবে এর পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গ্রামীণ উন্নয়ন কর্মসূচি ও জাতীয় শিক্ষা মিশনের আওতায় রাজ্যের স্কুল গুলিতে একেবারে প্রথম শ্রেনি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মিড-ডে মিল চালু হয়েছে বেশ কয়েবছর আগেই। এর পাশাপাশি গ্রামীণ উন্নয়ন কর্মসূচির আওতায় রয়েছে অঙ্গনওয়ারি শিক্ষা ব্যবস্থা। এই প্রকল্পের আওতায় রাজ্যের খুদে পড়ুয়ারা লেখা পড়ার পাশাপাশি পেট ভরে খাবারও পাই যথেষ্ট। WB ICDS Anganwari Job Recruitment 2022
তবে সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর।
এবার জাতীয় গ্রামীণ উন্নয়ন কর্মসূচীর আওতায় আইসিডিএস (WB ICDS Job Recruitment) অর্থাৎ অঙ্গনারী প্রকল্পে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। পারবেন। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য-- Memo No: 401-402/ICDS/ONDA , 956/ICDS/BNK-1 Dated- 02/12/2022
প্রকাশিত ওই বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী আবেদনকারীকে রাজ্য সরকারের অঙ্গনারি প্রকল্পের আওতায় সহায়িকা পদে কর্মরত হতে হবে। একমাত্র সহায়িকা পদে কর্মরত প্রার্থীরাই কর্মী পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি :
আবেদনের আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইটে গিয়ে অথবা সংশ্লিষ্ট জেলার আধিকারিকের অফিস থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে । এরপর আবেদন পত্রে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। তারপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে আবেদনকারীকে তার নিজের সই করে আবেদন পত্র টি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে জমা করতে হবে ।
আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল:
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান , ইত্যাদি ।
এবার আসা যাক শূন্য পদের যাবতীয় তথ্য সম্পর্কে :
পদের নাম:- 'অঙ্গনওয়ারী কর্মী'( Anganwari Recruitment)
শূন্যপদ:- ২৩ টি ( উল্লেখিত পদের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির জন্য ১৫ টি এবং তপশিলি জাতীর জন্য ৬ টি ,তপশিলি উপজাতির জন্য ২ টি পদ সংরক্ষিত রয়েছে । )
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বাসমতুল পাশ হতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা:- আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। এক্ষেত্রে আবেদনকারীকে তার বয়সের হিসাব ১৮/১১/২০২২ -এর হিসাবে করে নিতে হবে ।
এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট জেলা বা ব্লকের বাসিন্দা হতে হবে ।
নিয়োগ পদ্ধতি :
এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে ৩৫ নম্বরের লিখিত পরীক্ষায় । লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ৫ নম্বরের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার জন্য। সবশেষে প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ১০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে । মোট ৫০ নম্বরের পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
পশ্চিমবঙ্গে প্রচুর গ্রুপ ডি ও সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ- WB Group D and C Recruitment
নিয়োগের স্থান:-
তবে উল্লেখিত শূন্য পদের মধ্যে বাঁকুড়া এক নম্বর ব্লকে রয়েছে ৪ টি পদ বাকি ২১ টি পদ রয়েছে জেলার ওন্দা ব্লকের ক্ষেত্রে । নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের ওই দুই ব্লকের একাধিক অঙ্গনারি সেন্টারে নিযুক্ত করা হবে ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা - ১ ) মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, বাঁকুড়া -১ নম্বর আই ,সি,ডি এস প্রকল্পের অফিস ।
২ ) মাননীয় শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয়, ওন্দা আই সি ডি এস প্রকল্পের অফিস ।
আবেদনের শেষ তারিখ- 19/12/2022
written by - Somnath Pal.
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #JOB NEWS #BANKURA #ICDS #WB