Ads Area

কৃষি বিভাগে জেলা ভিত্তিক প্রচুর গ্রুপ-সি কর্মী নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -WB Agriculture Recruitment

 একেবারে গোরা থেকে আমাদের রাজ্য কৃষি নির্ভর । আরেই কৃষি কাজের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে সেচের কাজ । এবার সেই সেচের কাজের অধীনে রাজ্য কৃষি দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য কৃষি দফতর । সম্প্রতি এই মর্মে রাজ্য কৃষি দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ করমি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন উপযুক্ত চাকরি প্রার্থীরা । তবে এই কাজটি প্রধান মন্ত্রী কৃষক সম্মান (Pmksy) যোজনার অধীনে । তাহলে চটপট জেনে নেওয়া যাক বিস্তারিত বিষয় সম্পর্কে । 



প্রথমে আসি আবেদন পদ্ধতিতে---

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. এক্ষেত্রে  অনলাইনে আবেদন করতে হবে । অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েব সাইটে দেওয়া আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a. নিজের নাম--------

b. বাবার নাম--------- 

c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা------- 

d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স---------

e. লিঙ্গ-------------

d. সাধারণ/ তপশীলি জাতি/তপশীলি উপজাতি/ ওবিসি----- 

e. শিক্ষাগত যোগ্যতা-------------

f. প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা---------- 

ইত্যাদি আপলোড করতে হবে। এ ছাড়াও আবেদন ফর্মে প্রার্থীর যোগাযোগ নম্বর এবং মেল আইডি উল্লেখ করতে হবে। পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। এ ছাড়াও আবেদন ফর্মে আবেদনকারী প্রার্থীকে তার  একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি যেমন আপলোড করতে হবে তেমনি নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে। 


আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে  সেগুলি হল, 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান , ইত্যাদি । 


এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে :

১) পদের নাম -টেকনিক্যাল এক্সপার্ট ' (Technical Expert )

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা  ১ টি


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকে  এগ্রিকালচার / হর্টিকালচার / অ্যা নিম্যাল / হাসবেন্ডারি বিষয়ে ব্যাচেলর ডিগ্রীধারী হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা তৎসহ কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


বয়স সীমা -

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


মাসিক বেতন - 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  


২) পদের নাম -ডাটা এন্ট্রি অপারেটর ' (Data Entry Operator )

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা  ১ টি


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে । 


বয়স সীমা -

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


মাসিক বেতন - 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ৭,৫০০ টাকা বেতন দেওয়া হবে । 


৩) পদের নাম - ইঞ্জিনিয়ার ' (WDT Engineer ) 

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা  ৫ টি


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকে সিভিল ইঞ্জিনিয়ারিং / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / হাইড্রকোলজি বিষয়ে ডিপ্লোমা ধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


বয়স সীমা -

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


মাসিক বেতন - 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  

 

৪) পদের নাম - লিভলি হুড ' (WDT Livelihood) 

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা  ১ টি


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকেএগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং / ফরেস্টি / প্লান্ট সায়েন্স /অ্যানিম্যাল সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েট ধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার / রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 


বয়স সীমা -

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


মাসিক বেতন - 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  

 

৫) পদের নাম - সোশ্যাল  ওয়েলফেয়ার ' ( WDT  Social Welfare ) 

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা  ২ টি


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকে রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়েলফেয়ার / সোশ্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রীধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার / রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। 


বয়স সীমা -

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


মাসিক বেতন - 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  

 

৬) পদের নাম - মাইক্রো এন্টারপ্রাইস (WDT Micro Enterprise ) 

শূন্য পদ - উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা  ৩ টি


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদন কারীকে বানিজ্য বিভাগে অর্থনীতি / রুরাল ম্যানেজমেন্ট নিয়ে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও  কম্পিউটার / রুরাল ডেভেলপমেন্ট বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে। 


বয়স সীমা -

এ ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে । তবে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।  সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।  


মাসিক বেতন

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  

 

নিয়োগ পদ্ধতি :

এক্ষেত্রে আবেদন কারীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর প্রার্থীর জমা করা নথিপত্র ভালো ভাবে খুঁটিয়ে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।  


উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পুরুলিয়া  জেলার  সংশ্লিষ্ট অফিসে। তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক । 


সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন জানাতে হবে অতিসত্বর। আবেদন জানানোর শেষ তারিখ 30/03/2023 


আবেদন ও নিয়োগ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন http://purulia.nic.in অথবা http://purulia.gov.in - -এ 


অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 


More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG- #WB #GOVT JOB #RECRUITMENT  #AGRICULTURE #PMKSY #CULTIVATION

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Facebook Iframe