দিল্লি – সরকারি কিংবা বেসরকারি, চাকরি এখন হাতের মুঠোয় । তবে তার জন্য থাকতে হবে উপযুক্ত যোগ্যতা । গোটা দেশের চাকরি প্রার্থীদের সামনে বিরাট নিয়োগের খবর । তাও আবার দেশের স্বাস্থ্য পরিসেবায় সব চাইতে নাম জাদা সংস্থায় । এবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট মেডিক্যাল (AIIMS) সায়েন্সে সরাসরি নার্সিং (Nursing Job) আধিকারিক হওয়ার সুযোগ আপনার সামনে । গোটা দেশের একাধিক শাখায় নার্সিং অফিসার নিচ্ছে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স। সম্প্রতি এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ । গোটা দেশের যে কোনও স্থানের কর্ম প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্রহন করতে পারবেন । তবে এই নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে অনলাইনে (CBT) কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে । এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই যে কোনও চাকরি প্রার্থীরা সরাসরি নিয়োগ পাবেন দেশের একাধিক প্রান্তে অবস্থিত এইমস- এর একাধিক শাখায় । নিযুক্ত কর্মীকে কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । তাহলে ভালো চাকরি করতে চাইলে চটপট বিস্তারিত পড়ে নিয়ে দ্রুত সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ –
Notice No.76/2023 Dated – 12/04/2023
আবেদন পদ্ধতি –
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে প্রার্থীকে সর্ব প্রথমে অনলাইনে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এর জন্য প্রার্থীকে প্রথমেই অনলাইনে নিজের ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি দাউন লোড করতে হবে । এরপর ওই আবেদন পত্রে প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য নির্দিষ্ট কলম গুলিতে আপলোড করতে হবে । সব শেষে আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে নিজের পাসপোর্ট সাইজের ছবি সই স্ক্যান করে আবেদনপত্র টি সাবমিট করতে হবে । তবে এক্ষেত্রে আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে উক্ত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি আবেদনকারী প্রার্থীকে তাঁর নিজের কাছে রেখে দিতে হবে আবেদনের প্রমান স্বরুপ । এরপর ওই স্লিপ টি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিসে পাঠাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতার্থে ।
প্রার্থী নির্বাচন –
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারি প্রার্থীদের প্রথমেই অনলাইনে কম্পিউটার বেস পরীক্ষা দিতে হবে । এরপর ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতা – পারদর্শিতা এবং সংশ্লিষ্ট বিভাগে দক্ষতা জাচায়ের মধ্যে দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্তাহ পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে অল ইন্ডিয়া এইমস কর্তৃপক্ষের তরফে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী কে আবেদন পত্র পূরণ সহ গোটা নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন হওয়া পর্যন্ত নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন,
আধাঁর কার্ড,
বয়সের প্রমান পত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
জাতিগত সংশাপত্র
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র , ইত্যাদি
শূন্যপদের বিবরণ –
এইমস’ (AIIMS) মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে দেশের নানা প্রান্তে অবস্থিত সংশ্লিষ্ট সংস্থার একাধিক শাখা মিলিয়ে কয়েক শূন্য পদ পূরণের জন্য চাক্রি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে ।
পদের নাম – ‘ নার্সিং আধিকারিক ‘ (Nursing Officer)
শূন্যপদ –
উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা কয়েকশো । তবে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন শূন্য পদে নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে । এক্ষেত্রে মোট কতগুলি শূন্য পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া আয়োজিত হচ্ছে তা এখনও স্পষ্ট নয় ।
বয়স সীমা –
উল্লেখিত পদের আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থী যেমন তপশিলি জাতী- উপজাতি এবং অন্যান্যদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা ও পারদর্শিতা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে নার্সিং বিষয়ে বি এস সি (B.Sc ) অর্থাৎ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রিধারী হতে হবে । এ ছাড়াও আবেদনকারীকে নার্সিং বিষয়ে (Midwifery) ডিপ্লোমা ধারী হতে হবে । পাশাপাশি এইমস ‘-এর অধীনে থাকা ৫০ টি শয্যা বিশিষ্ট কোনও হাসপাতালে নার্সিং বিষয়ে অন্তত দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
আবেদন ফী –
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে ৩০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ২৪০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । তবে সংশ্লিষ্ট নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের পর সংরক্ষিত আসনের প্রার্থীদের থেকে গৃহীত আবেদন ফী ফেরত দেওয়া হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে ।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.aiimsexams.ac.in
সংশ্লিষ্ট পদে আবেদন জানানোর শেষ তারিখ – 05/05/2023
চাকরি কিংবা প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #AIIMS #HEALTH #NURSE #NURSING JOB #JOB NEWS #GOVT JOB #MEDICAL