রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
গোটা দেশ জুড়ে বেকারত্বের গ্রাফ ক্রমশ ঊর্ধ্ব গামী । চাকরির বাজারের অবস্থাও বেশ শোচনীয় । এই অবস্থায় সরকারি হোক কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । এই অবস্থায় বেকারত্বের জ্বালা মেটাতে কখনও চাকরির আশা ছেড়ে ছোটোখাটো ব্যবসার দিকেও ঝুঁকছে বেকার যুবক- যুবতীরা । তবে সরকারি হোক কিংবা বেসরকারি চাকরির নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতো তা বলাই বাহুল্য । কিন্তু নিয়োগ আর সে অর্থে হচ্ছে কোথায় । কারণ রাজ্য হোক কিংবা কেন্দ্র সরকারের অর্থনৈতিক হাল যে ত থৈ বচ তা সাম্প্রতিক রিপোর্টেই জলের মতো পরিস্কার । কারণ বর্তমানে দেশের জিডিপির হাল বেশ তলানিতে ।
তবে এরই মাঝে যে কোনও নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । সম্প্রতি গোটা দেশ জুড়ে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের (RECRUITMENT) কথা জানিয়েছে আক্সিস ব্যাঙ্ক । এটি ভারত সরকারের অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন । কয়েক দিন আগেই কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আক্সিস (AXIS BANK) ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে । এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন । এর জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হলেই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় পদ্ধতি সম্পর্কে ।
এবার নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারীকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না । শুধুমাত্র ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এখত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীর ডকুমেন্তস খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
এক্ষেত্রে আবেদনকারীকে তার ভোটার কার্ড , আঁধার কার্ড , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা সংশাপত্র । বয়সের প্রমাণ পত্র থেকে শুরু করে আবেদনকারীর বাসস্থানের প্রমানপত্র এবং সাম্প্রতিক সময়ে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে ।
শূন্যপদের বিবরণ –
পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR)
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ।
মাসিক বেতন – উল্লেখিত পদের ক্ষেত্রে মাসিক বেতনও বেশ আকর্ষণীয় । ১৬ হাজার ৫০০ টাকা থেকে ২২ হাজার ৯০০ টাকা পর্যন্ত। সাথে ইনসেন্টিভ ও কমিশন। এছাড়াও স্বাস্থ্য বীমা, জীবন বীমা, সেলফোনের খরচ, কাজের যোগ্যতার পুরস্কার বার্ষিক বোনাসঅ দেওয়া হবে নিযুক্ত কর্মীকে । এই নিয়োগটি স্থায়ী চাকরি । এবং নির্দিষ্ট সময় অন্তর প্রোমোশনে বা পদোন্নতির বিষয়েও স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞাপন মারফৎ ।
কাজের ধরণ –
উল্লেখিত ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত হলেও নিয়োগ হওয়া কর্মীকে ব্যাংকের ব্যাক অফিসের সমস্ত দায়িত্ব, শাখার কাজ, কোর ব্যাঙ্কিং সেগমেন্ট পরিচালন করতে হবে।
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #AXIS BANK #RECRUITMENT #DATA ENTRY OPERATOR #JOB NEWS