Bank Job :অবশেষে ব্যাঙ্কে 4,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

 দেশের চাকরি প্রার্থীদের জন্য অসাধারণ সুখবর। দেশের বিভিন্ন ব্যাঙ্কে ব্যাঙ্ক কর্মী নিয়োগকারী সংস্থা ইতিমধ্যে প্রায় 4000+ পদে নিয়োগের জন্য দরখাস্ত গ্রহন প্রক্রিয়া শুরু করেছে। জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ ভারতের স্থায়ী বাসিন্দা হলে এই শূন্যপদ গুলিতে আবেদন করতে পারবে। এই শূন্যপগুলিতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে। জানা গিয়েছে, এই কয়েক হাজার শূন্যপদ রয়েছে দেশের অন্যতম ব্যাঙ্ক যেমন – Punjab National Bank, Canara Bank,Bank Of India, Central Bank Of India, Union Bank, Uco Bank এছাড়াও আরও কয়েক ব্যাঙ্কে এই 4,000 শূন্যপদ পূরণ করা হবে। জানানো হয়েছে, 2 আগস্ট থেকে আবেদন গ্রহন করা হয়েছে। যারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। Bank Recruitment 2022।

কী কী শূন্যপদে নিয়োগ করা হবে : অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনিং পদে নিয়োগ করা হবে। 

মোট শূন্যপদ : মোট প্রায় 4,000 হাজার পদে নিয়োগ করা হবে। কিন্তু শূন্যপদ আরও বাড়তে পারে। 

বয়সসীমা : আবেদনকারীর বয়স 01/08/2022 অনুযায়ী নূন্যতম হতে হবে 20 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী ব্যাঙ্ক কর্মী নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা নিচে Step By Step আলোচনা করা হবে। 

1. অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। 

2. এর পর প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে এবং তারপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সম্পূর্ণ ফর্ম পূরণ করতে হবে। 

3. এরপর সমস্ত নির্দেশ পূরণ করতে হবে। 

4.এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। 

5.এরপর আবেদন ফী জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। 

আবেদন করার সময় কী কী ডকুমেন্টস সাথে রাখতে হবে? 

1. সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সমূহ 

2. পাসপোর্ট সাইজের রঙিন ছবি 

3. হাতে লিখা নিজের ডিক্লেয়ারেশন 

4.সিগনেচার 

5.কাস্ট সার্টিফিকেট 

6. আধার বা ভোটার কার্ড

7. বয়সের প্রমাণপত্র 

নিয়োগ প্রক্রিয়া :যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করবে তাদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে। 

শিক্ষাগত যোগ্যতা : যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাশ বা গ্রেজুয়েট পাশ। এছাড়াও যারা স্নাতকের শেষ বছরে পড়াশোনা করে তারাও আবেদন করতে পারবে। 

আবেদনের তারিখ সমূহ : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের তারা অনলাইনে আবেদন করতে পারবে 02-08-2022 থেকে 22-08-2022 তারিখ অবধি । 

ব্যাঙ্ক সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে কিংবা অনলাইন আবেদন করতে ইচ্ছুক তারা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। 

Official Notification : Download 

Online Apply : Click Here

Leave a Comment