Bank Job :ব্যাঙ্কে ক্লার্ক পদে চাকরির বিরাট সুযোগ, হাতছাড়া না করে আবেদন করুন

বিগত কয়েক বছর যাবত সরকারী চাকরির বাজার বেশ শোচনীয়। তার ওপর গোটা বিশ্ব জুড়েই চলছে আর্থিক দৈন দশা । অর্থনৈতিক মন্দার আঁচ এসে পরেছে আমাদের দেশেও । পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বেকারত্বের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী । এই অবস্থায় যে কোনও নিয়োগই যে চাকরি প্রার্থীদের কাছে বেশ আনন্দের খবর তা বলাই বাহুল্য ।  বিগত কয়েক বছরের আর্থিক খরা কাটিয়ে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে  রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য। এবার ব্যাঙ্কে (BANK JOB)চাকরি করার সুবর্ণ সুযোগ। এবার  কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অধীনে থাকা (FINANCE MINISTRY) এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রনে থাকা কো- অপারেটিভ  ব্যাঙ্কে ।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সুদুর মুম্বাইয়ের কো- অপারেটিভ (CO- OPERATIVE BANK ) ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি (BANK JOB) করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের জেলা ভিত্তিক একাধিক শাখায় ।  এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওই বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি —

প্রথমেই আসি শূন্য পদ সম্পর্কে – 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুটি পদের ক্ষেত্রে  একাধিক শূন্য পদ পূরণের স্বার্থে চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে । যেমন 

১) পদের নাম – এক্সিকিউটিভ অফিসার ‘ (Executive Officer) 

শূন্য পদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ৩ টি 

শিক্ষাগত যোগ্যতা – 

আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিতার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । এছাড়াও প্রাসঙ্গিক কাজে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে মারাঠি ভাষায় লিখতে – পড়তে এবং কথা বলতে জানতে হবে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক মারফৎ প্রতিমাসে ৩৫, ০০০ বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুবিধা । 

বয়স সীমা –

উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩১-০৩-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের জন্য আবেদনকারী প্রার্থীরা উপযুক্ত বয়সের ছাড় পাবেন। 

নিয়োগ পদ্ধতি :  

লিখিত পরীক্ষা ও পারসোনাল ইন্টারভিউয়ের এবং   শিক্ষাগত যোগ্যতা  মুল্যয়নের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে।  এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ওই রাজ্যের যেকোনো জেলার সদর শহরে পরীক্ষা কেন্দ্রের মধ্যে থেকেই প্রার্থীকে  তার উপযুক্ত পরীক্ষা কেন্দ্র পছন্দ বা চয়েস করতে হবে আবেদন পত্র পূরণের সময় । 

কাজের ধরণ- 

নিযুক্ত কর্মীকে ব্যাঙ্কিং সেক্টর বা ব্যাঙ্কের (bank job) যাবতীয় কাজ করতে হবে। তবে ওই কাজের মান হবে গ্রুপ সি লেভেলের।

আবেদন ফী – 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে   ১০০০  টাকা  আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে । 

২) পদের নাম – ক্লার্ক ‘ (Clerk) 

শূন্য পদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ৮ টি 

শিক্ষাগত যোগ্যতা – 

আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । এর পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে মারাঠি ভাষায় লিখতে – পড়তে এবং কথা বলতে জানতে হবে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক মারফৎ প্রতিমাসে ২১, ০০০ বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি সুবিধা । 

বয়স সীমা –

উল্লেখিত  পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৩১-০৩-২০২৩ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের জন্য আবেদনকারী প্রার্থীরা উপযুক্ত বয়সের ছাড় পাবেন। 

নিয়োগ পদ্ধতি :  

লিখিত পরীক্ষা ও পারসোনাল ইন্টারভিউয়ের এবং   শিক্ষাগত যোগ্যতা  মুল্যয়নের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে।  এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে ওই রাজ্যের যেকোনো জেলার সদর শহরে পরীক্ষা কেন্দ্রের মধ্যে থেকেই প্রার্থীকে  তার উপযুক্ত পরীক্ষা কেন্দ্র পছন্দ বা চয়েস করতে হবে আবেদন পত্র পূরণের সময় । 

কাজের ধরণ- 

নিযুক্ত কর্মীকে ব্যাঙ্কিং সেক্টর বা ব্যাঙ্কের (bank job) যাবতীয় কাজ করতে হবে। তবে ওই কাজের মান হবে গ্রুপ সি লেভেলের।

আবেদন ফী – 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে   ৮০০ টাকা  আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে । 

এবার জেনে নেব কীভাবে আবেদন করতে হবে—

এ ক্ষেত্রে চাকরি প্রার্থীকে অনলাইনে (ONLINE) আবেদন করতে হবে ।  প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের  অফিসিয়াল ওয়েবসাইটে এ ঢুকতে হবে । তারপর আবেদনকারী প্রার্থীকে  তাঁর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন  করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে । আবেদন ফর্ম ডাউন লোড হয়ে গেলে যাবতীয় তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে একে একে ফর্মের নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এবার ফর্মে দেওয়া তথ্যের  স্বপক্ষে ওই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করতে হবে । পরপর সবশেষে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদন পত্রটি  সাবমিট করতে হবে।

অনলাইনে ফর্ম ফিলাপের সময় আবেদনকারী প্রার্থীকে যে নথি গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল—

১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড

২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট

৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট 

৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

এ ছাড়াও ফর্ম ফিলাপের সময় প্রার্থীকে অবশ্যই তার বুড়ো আঙুলের ছাপ এবং নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। 

সম্পূর্ণ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ চলতি মার্চ মাসের ২৮ তারিখ মধ্যরাত পর্যন্ত। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। আরও বিস্তারিত জানতে  (www.incometaxcoopbank.co.in) অথবা (https://ibpsonline.ibps.in)  ওয়েব সাইটে  ক্লিক করুন  

(Last date of application – 28/03/2023)

আমরা আছি আপনাদের সঙ্গে নজর রাখুন bongodhara.com- এ 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন 


আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে 

TAG- #OFFICIAL JOB #BANK #RECRUITMENT #CO- OPERATIVE BANK #BANK JOB

Leave a Comment