Business Tips : চাকরির কি দরকার ? ভরা গরমে চুটিয়ে করুন এই ব্যবসা , ইনকাম হবে প্রচুর

 শীত – গ্রীষ্ম – বর্ষা , ব্যবসায় ভরসা । আসলে কথায় বলে লক্ষ্মী বসতে বাণিজ্য । চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা । তার ওপর পরের গোলামী । তাই মনের মতো ব্যবসা করতে পারলে আর কথায় নেই । একবার পসার সাজিয়ে নিতে পারলেই হল । তারপর লক্ষ্মী লাভ শুধু সময়ের অপেক্ষা । তবে অনেক ব্যবসাই আছে যার জন্য রীতিমতো প্রশিক্ষণ দরকার আবার বেশ কিছু ব্যবসা আছে যেখানে পুঁজি অর্থাৎ মূলধন যেমন সামান্য প্রয়োজন তেমনি অভিজ্ঞতা বা প্রশিক্ষণেরও তেমন দরকার হয়না । এক্ষেত্রে  বিশেষজ্ঞরা বলছেন কোনও ব্যক্তি যদি ঋতু অনুযায়ী  চুটিয়ে মরশুমি ব্যবসা করেন  লাভের অঙ্ক ঘরে আসবে নিশ্চিত । যেমন ধরা যাক এখন গ্রীষ্ম কাল । এই গ্রীষ্ম কালে কেউ যদি ঠাণ্ডা পানীয় কিংবা জলজ দ্রব্যের ব্যবসা করেন তাহলে ওই ব্যক্তির ব্যবসা চলবে গড়গড়িয়ে । 

এবার হয়তো একটি প্রশ্ন আপনার মনে উঁকি দিচ্ছে এই গররমে এমন কি ব্যবসা করলে প্রতি মাসে কিংবা বৎসরান্তে মোটা টাকা ঘরে তোলা যাবে । তাই আজ আমরা সেই সকল যুবক – যুবতীদের উদ্দেশ্যে এমন কিছু আকর্ষণীয় মরশুমি ব্যবসার আইডিয়া বা ধারাওনা দিতে চাই যা থেকে টাকা উপার্জন হবে বিলক্ষণ । পাশাপাশি  বিশেষজ্ঞরা অবশ্য একটি কথা অবশ্যই মাথায় রাখার পরামর্শ দিয়েছেন সেটি হল । বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসা করলে সাফল্য লাভ করা যায় খুব সহজেই । 

এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আমরা যে ব্যবসা গুলির কথা আলোচনা করব সেগুলি হল 


১) ওয়াটার এক্সকারশন ট্যুর – 

এই ভরা গরমে কেউ যদি কোনও সামুদ্রিক এলাকায় বা সমুদ্র সৈকতে ট্যুরের ব্যবসা করতে পারেন পাশাপাশি ভ্রমন পিপাসু মানুষকে কোনও  ওয়াটার অ্যাক্টিভিটি- র জন্য সামুদ্রিক এলাকায় যাওয়ার অফার করেন তাহলে বেশির ভাগ মানুষই এই অফার গিলে নেবেন সহজেই । তবে এর জন্য আপনাকে অবশ্যই  সরঞ্জাম এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর যেমন নজর দিতে হবে তেমনি ট্যুরের বাজেটের ওপর নজর দিতে সমান ভাবে । এই ব্যবসা করে গরমে টাকা ইনকামের এ এক সহজ উপায় । 

২) সাঁতার প্রশিক্ষণ – 

গরমে জল পছন্দ করেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল । কেউ কেউ আবার স্নান করতে নদী কিংবা পুকুরে নেমে ঘণ্টার পর ঘণ্টা জলেই কাতিয়ে দেন । তবে এর জন্য দরকার সাঁতারের । তবে অনেক মানুষই সাঁতার না জানলে আবার জলের ধারে ঘেঁষতে চান না । তাই আপনি যদি সেই সমস্ত মানুশদের উদ্দেশ্যে কম খরচে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন তাহলে  প্রতিমাসে সাঁতার শিখিয়ে ইনকাম হবে বেশ । বর্তমান সময়ে শিশুদের পাশাপাশি অনেক প্রাপ্ত বয়স্ক মানুষরাও  শরীর  চর্চার কারণে সাঁতার শেখেন নিয়ম করে । 

৩) বোট ট্যুর – 

আজ-কালকার বাজারে ঘুরতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল । টাও যদি হয় জল পথে তাহলে তো অনেক মানুষই এক পায়ে খাড়া । তাই সেই সকল মানুষের জন্য জলপথে ভ্রমন বা জলপথে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো যেতে পারে । তবে এ ক্ষেত্রে সাগর বা বড় নদী সংলগ্ন এলাকায় হলে বিষয়টা বেশ মজার । জলপথে ভ্রমনের পাশাপাশি প্রকৃতির অপরুপ দৃশ্যও এখেতী বিশেষ ভুমিকা পালন করে । তবে এটি ব্যয় সাপেক্ষ বা সরকারি নিয়মের গ্যাঁড়াকল মনে হলে কোনও  ওয়াটার পার্কের সঙ্গে চুক্তি করে আপনি এই ব্যবসা করতে পারেন । 

৪) ইতালিয়ান আইসস্ট্যান্ড:

গরমে বরফ কার না ভালো লাগে । এই ভালো লাগাকে কাজে লাগিয়ে আপনি সহজেই করতে পারেন গোলা বরফের ব্যবসা। এই অসহ্য গরমে এটিই হতে সেরার – সেরা  ব্যবসার । তবে মোটের ওপর এই ব্যবসার খরচ যত সামান্য ।  সেই সঙ্গে গ্রাহকদেরও ভীষণ পছন্দের এটি। এর জন্য প্রয়োজন শুধু একটি আইস-শেভিং মেশিন, আইস কাপ এবং রকমারি ফ্লেভারের আইসক্রিম সিরাপের। কোনও জন ভুল এলাকায় একবার ব্যবসা ফেঁদে ফেলতা পারলেই আর দেখে কে ।  টাকা ঘরে আসবে দু’হাত ভরে । ব্যবসাও চলবে রমরমিয়ে ।

 

এই ধরণের ব্যবসার আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com   

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #NEW IDEA #TIPS #BUSINESS #SUMMER #SELF EMPLOYMENT

Leave a Comment