Cyclone Mocha : ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় , শেষ পর্যন্ত কি হবে , কোথায় আছড়ে পড়বে ‘মোকা’, জেনে নিন বিস্তারিত

 কলকাতা – ফণী- আমফান কিংবা আয়লা । ভয়ঙ্কর স্মৃতিটা আজ দগদগে । থাকাটাই স্বাভাবিক । কারণ প্রকৃতির তাণ্ডব নেত্ত বলে কথা । আবার সেই পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে ঘূর্ণি ঝড় মোকা/মোচা (MOCHA) । কবে – কোথায় সৃষ্টি হবে – কোথায় গিয়ে আছড়ে পড়বে অর্থাৎ ভয়ঙ্কর ঘূর্ণি ঝড়ের অভিমুখ কি হবে তা নিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে কৌতূহলের অন্ত নেই । মোচা না কি মোকা (MOCHA)  ? সৃষ্টির আগে নাম নিয়ে এমনিতেই বিতর্ক তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে । তবে বিতর্ক যাই থাকুক ভয়ঙ্কর সমুদ্রের মাঝে ঘূর্ণি ঝড়ের কুন্ডুলি যে বেশ পাক্কাছে তা কয়েকদিন আগেই নিশ্চিত করেছে আন্তর্জাতিক একটি আবহাওয়া সংস্থা । প্রথম অবস্থায় অবশ্য গুরুত্ব না দিলেও শেষ পর্যন্ত নতুন করে সাইক্লোন তৈরির বিষয়ে আন্তর্জাতিক ওই আবহাওয়া সংস্থার বয়ানেই শীলমোহর দেয় আই (IMD) এম ডি অর্থাৎ ইন্ডিয়ান মেটোরলজিক্যাল ডিপার্টমেন্ট । 

বিতর্ক যাই থাকুক ঘূর্ণি (CYCLONE)  ঝড় তৈরি হচ্ছেই । একেবারে পাকাপাকি ব্যবস্থা তৈরি হয়েছে বঙ্গোপসাগরের (BAY OF BENGAL) মাঝে । আর তা নিয়ে এমনিতেই আতঙ্কিত গোটা বঙ্গবাসী । কবে- কোথায় –  কখন সমুদ্র পাড়ে অর্থাৎ উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় । এর শক্তিই বা কেমন অর্থাৎ কত কিলোমিটার বেগে পাড়ের দিকে ছুটে আসবে মোকা/মোচা ? তবে এতো কিছুর মাঝেও ঘূর্ণি ঝড় নিয়ে গোটা দেশবাসীকে অযথা প্যানিক তৈরি না করার আহ্বান জানিয়েছে আই (IMD) এম ডি -র আধিকারিকরা ।  চলুন তাহলে জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড় সম্পর্কে আলিপুর হাওয়া অফিস সহ আই এম ডির লেটেস্ট আপডেট সম্পর্কে – 

আই (IMD)এম ডি মারফৎ তথ্য অনুসারে , 

১) আগামী ৬ই মে অর্থাৎ শনিবার বঙ্গোপসাগরের মাঝে তৈরি হওয়া ছোট আকারের ঘূর্ণাবর্ত রুপ নেবে বিশাল আকারের । 

২)  আগামী ৭ থেকে ৮ ই মে সমুদ্রের মাঝে ওই বিশাল আকারের ঘূর্ণাবর্ত বজ্র গর্ভ মেঘ সঞ্চার করে রুপ নেবে নিম্ন চাপে । 

৩) এর পর তা সমুদ্রের মাঝে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে আগামী ৯ই মে অর্থাৎ সোমবার পরিণত হবে ঘূর্ণি ঝড়ে । এরপর ওই ঘূর্ণি (CYCLONE) ঝড়টি ক্রমশ এগিয়ে যাবে উপকুলের দিকে । তার সঙ্গে ক্রমশ শক্তি বাড়বে ঘূর্ণি ঝড়ের । 

৪) এখনও পর্যন্ত আশঙ্কা অনুযায়ী আগামী ৯ থেকে ১১ ই মে’-র মধ্যে উপকূল এলাকায় প্রচণ্ড গতিতে ঘণ্টায় ১৮০ কিলো মিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় টি । 

৫) এখনও পর্যন্ত ঘূর্ণি ঝড় মোকা / মোচার গতিপথ ঠিক কোনদিকে হবে তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি আই এম ডি – কর্তৃপক্ষের তরফে ।  তাদের আশঙ্কা ভয়ঙ্কর ঘূর্ণি ঝড়টি ক্রমশ উত্তর দিকে এগিয়ে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে । ফলে বাংলাদেশ চট্টগ্রাম উপকূলেই ইতি টানতে পারে ঘূর্ণি ঝড় মোচা / মোকা । তবে পরিস্থিতির ওপর নজর রাখছেন হাওয়া অফিসের আধিকারিকরা । 

৬)!* ঘূর্ণিঝড়ের কারণে উড়িষ্যা – অন্ধ্র উপকূল সহ পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিস মারফৎ ।  

এরই মধ্যে ঘূর্ণাবর্তের কারণে সমুদ্রের পার্শ্ববর্তী উড়িষ্যা সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি বিশেষ করে তামিলনাডু- অন্ধ্রপ্রদেশ রাজ্যে বৃহস্পতিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে । পাশাপাশি ওই রাজ্য গুলিতে ঘূর্ণি ঝড় নিয়ে অ্যালার্ট জারি করা হয়েছে সরকারি তরফে । পাশাপাশি আমাদের রাজ্যেও আগাম সতর্কতা মুলক ব্যবস্থা নেওয়া কাজ চলছে জোর কদমে । ইতিমধ্যেই মৎস্য জীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে , রাজ্য প্রশাসন সুত্রে খবর এমনটাই । পাশাপাশি দিঘা সহ পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্যের পুরীতে যাওয়া পর্যটকদের সতর্ক করার প্রস্তুতি শুরু হয়েছে ।  এছাড়াও আমাদের রাজ্যে উপযুক্ত ব্যবস্থা হিসাবে সমুদ্র উপকুল বিশেষ করে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে জোর কদমে । 

written by  – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #CYCLONE #MOCHA #TORNEDO #IMD #BAY OF BENGAL

Leave a Comment