রাজ্যে এই মুহুর্তে সব থেকে বড়ো ঘটনা হল ডিএ আন্দোলন। বর্তমানে রাস্তায় রাস্তায় বসে চলছে ধর্না, সরকারি দপ্তরে কর্মবিরতি, পেন ডাউন, বিক্ষোভ মিছিল এদিকে একের পর এক লাগাতার ঘোষণা করা হচ্ছে সরকারি কর্মীদের একাংশের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে। অন্যদিকে মাঝে মাঝে বিরোধী রাজনৈতিক দল সরকারের বিরোধীয় লেগেই রয়েছে। WB Govt Employees DA Upadte
সামনে রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোট। আর সেই ভোটের মুখে কঠিন চাপের মুখে সরকার পক্ষ। সরকার পক্ষ থেকে পঞ্চায়েত ভোটের মুখে চাপে ফেলার কৌশল চলছে বলে মনে করা হচ্ছে না। ইতিমধ্যে রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ ঘোষণা করা হয়। কিন্তু কেন্দ্র ও রাজ্যের ডিএ নিয়ে বিরাট সংখ্যার ফারাক। তাই ৩ শতাংশ ডিএ নিয়ে অখুশি রয়েছে রাজ্য সরকারি কর্মীগন। সরকারি কর্মী মহলের দাবি যে, কেন্দ্রের হারের সমতুল্য হার চেয়ে ইতিমধ্যে আন্দোলনে সবর ছিলো তারা।
এদিকে রাজ্য সরকারের কাছে সরকারি কর্মীদের এমন দাবি মোটেও যুক্তিযুক্ত না বলে তাদের অনুমান। কিন্তু সরকারের কথার তোয়াক্কা না করে নানা রকম সরকার বিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে সরকারি কর্মী মহলের যৌথ মঞ্চ। সরকারি কর্মীদের দাবি না মানলে আরও বড়ো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সরকারি কর্মী মহল। কর্মবিরতি সহ আরও বহু কর্মসূচি গ্রহণ করতে চলেছে সরকারি কর্মী মহল।
সুখবর! বাংলাবাসীকে জমি দিচ্ছে মমতা সরকার, এক্ষুনি আবেদন করুন -WB Govt New Prakalpo
এদিকে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম মন্তব্য করেই চলেছে। এদিন তিনি সরকারি কর্মী মহলের এহেন দাবি নিয়ে মুখ খুললেন মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে, ‘রাজ্যের টাকা নেই, পয়সা নেই, তাও কোনো কর্মচারীর মাইনে বন্ধ হয়নি। সরকারি কর্মীরাও বন্ধু। তারা ভালো থাকলে, আমরাও ভালো থাকবো।’
এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার বকেয়া ডিএ সরকারি কর্মচারীদের না দিয়ে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে। আর সেই ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। যদিও এখনো অবধি ডিএ মামলার শুনানি শুরু হয়নি। আগামী ১৫ই মার্চ সেই ডিএ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ।
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here