কলকাতা – ‘এ যেন মেঘ না চাইতেই জল’ । এমনিতেই গত কয়েক মাস ধরে চলছে লাগাতার আন্দোলন । ধর্মঘট – অনশন থেকে শুরু করে কর্ম বিরতি আরও কত কি । তবে DA মামলা আপাতত ঝুলছে সুপ্রিম কোর্টের দরজায় । তার পরেও পরিস্থিতি বদল হয়নি এতো টুকু । শুধুই তারিখ পে তারিখ । আদালতের ওপর ক্রমশ ভরসা হারাচ্ছেন বঞ্চিত সরকারি কর্মীরা । ফল স্বরুপ নিজেদের দাবি আদায়ে দেশের সর্বময় কর্তা রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান মন্ত্রীর দফতর পর্যন্ত খোদ দিল্লির দরবারে ধর্না প্রদর্শনে ছুটেছেন এ রাজ্যের কয়েকশো সরকারি কর্মী । তাতেও যে চিড়ে ভেজার নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আন্দোলনরত সরকারি কর্মীরা । WB Govt Employees DA Update
তবে এরইমধ্যে সরকারি কর্মীদের আন্দোলন কে অমুলক এবং অন্যায্য আক্ষা দিয়ে নিজের রাজ্যের সরকারি কর্মীদের চোর – ডাকাত – রাজনীতির কারবারি বলতেও কসুর করেননি রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী স্বয়ং । কিন্তু সরকারি কর্মীরাও হাল ছাড়তে নারাজ । এমনকি ন্যায্য পাওনা গণ্ডা না মেটালে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত সরকারি কর্মীরা । কিন্তু ভোট যে শিয়রে করা নাড়ছে । এই অবস্থায় সরকারি কর্মীরা তাঁদের কাজ না করলে বেকায়দায় পড়তে পারে রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু তার পরেও পরিস্থিতি যে কে সেই । রাজ্য সরকার আর সরকারি কর্মীদের মধ্যে সংঘাতের আবহ বিদ্যমান ।
এই অবস্থায় মহামান্য হাইকোর্টের নির্দেশে সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছে সরকার পক্ষ । সে আলোচনায় শেষ পর্যন্ত রফা সুত্র মিলবে কিনা তা নিয়ে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই । তবে এরই মাঝে সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছেন তৃণমূলের সেকেন্ড- ইন- কম্যান্ড তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । আসলে তিনি নতুন তৃণমূলের কাণ্ডারি বটে । তবে তিনি যে সরকারি কর্মীদের সঙ্গে আলোচনায় বসবেন সে কথা নিজেই খোলসা করেছেন । কিন্তু তার জন্য সরকারি কর্মীদের মানতে হবে কিছু শর্ত । তবেই সরকারি কর্মীরা আলোচনার টেবিলে মুখোমুখি হতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু কি সেই শর্ত যা মানতে হবে সরকারি কর্মীদের ।
এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন , ” DA ইস্যুতে সরকারি কর্মীরা যে আন্দোলন মঞ্চ বানিয়েছেন তা আসলে রাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে । এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ এই মঞ্চ কে রাজনৈতিক ভাবে ব্যবহার এবং রাজনীতির রঙে না রাঙানোয় বাঞ্ছনীয় । এবিষয়ে তিনি আরও বলেন , সরকারি কর্মীরা তাঁর সঙ্গে আলোচনায় বসতে চাইলে তিনি রাজী । তবে তাদের চলতি মাসের ২৪ তারিখের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে । তার কারণ আসন্ন পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে গোটা বাংলা জুড়ে নতুন যাত্রা শুরু করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড । এই কাজের জন্য আগামী ২৪ তারিখ থেকে তাঁকে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় যেতে হচ্ছে । স্বভাবতই প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়বেন তিনি । সেই জন্যই উক্ত দিন বা তারিখের আগে সরকারি কর্মীদের সরাসরি কথা বলা বা আলোচনার জন্য বলা হয়েছে ।
আর এই ঘটনায় স্বভাবতই প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে মহামান্য হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে আলোচনার বিষয়টি । অবশ্য গত ১৭ই এপ্রিল দু-পক্ষের আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয় । ফের ২১ শে এপ্রিল আলোচনায় বসার নির্দেশ দেয় আদালত । এরইমাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন নজির বিহীন প্রস্তাব যে রাজ্য রাজনীতি থেকে শুরু ডি এ ইস্যুতে নতুন মাত্রা যোগ করল তা বলাই বাহুল্য । তবে এই প্রথম নয় এর আগে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক । তবে সে আলোচনার ফলাফল এ রাজ্যে কারও আজানা নয় । শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সরকারি আলোচনার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে উপযাজক এবং ইতিবাচক পদক্ষেপে রফাসুত্র মেলে কিনা তার উত্তর মিলবে আগামীতে । তবে এ বিষয়ে আন্দোলনরত সরকারি কর্মী পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে কোনও সারা মেলেনি বলেই খবর । শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে সরকারি কর্মীরা সারা দেন কিনা সেটাই এখন দেখার ।
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #DA #WB #GOVT #HIGHCOURT #ABHISHEK BANERJEE #DISCUSSION