DA বৃদ্ধির দাবি মান্যতা পেল বিধানসভায়, সরকারি কর্মীদের জন্য সবুজ সংকেত -WB Govt Employees Da News

দক্ষিণ ২৪ পরগণা – আর কত দিন এবার তো বলতেই হবে । আসলে না বলে উপায় নেই । তাই সরকারি সরকারি কর্মীদের ডি এ -এর দাবিকে একপ্রকার ন্যায্য দাবি হিসাবেই মান্যতা দিলেন তিনি । আর কেউ নন ,  খোদ তৃণমূলের বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । আর তাতেই বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক দল । অস্বস্তি হওয়ায় স্বাভাবিক । কারণ তৃণমূল বিধায়ক বলে কথা । সুরুখা কবচের আওতায় দিদির দুত কর্ম সূচিতে গিয়ে নিজের বিধান সভা এলাকায় দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মীদের ডি এ -র দাবিকে ন্যায্য দাবি বলেই সার্টিফিকেট দিলেন তিনি । পূর্ব ঘোষিত কর্ম সূচী অনুযায়ী দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠানে  নিজের বিধান সভা পশ্চিম বারুইপুর এলাকায় ঈশান চন্দ্র বালিকা বিদ্যালয়ে যান খোদ বিধাসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানে স্কুলের শিক্ষক – শিক্ষিকারা বিমান বাবুকে ডি এ নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন রাজ্য সরকারি কর্মীদের ডি এ -র দাবি যুক্তি সঙ্গত এবং ন্যায্য । তবে আন্দোলনের কোপে পড়ে যাতে রাজ্যের কর্ম সংস্কৃতি বিনস্ত না হয় সেদিকেও রাজ্য সরকারি কর্মীদের নজর রাখার পরামর্শ দেন তিনি ।  WB Govt Employees DA Update 

পাশাপাশি তিনি বলেন ২০ এবং ২১ তারিখ রাজ্য সরকারি কর্মীরা কর্ম বিরতি পালন করলে সরকার কড়া পদক্ষেপ নেবে । এমনকি রাজ্য বিধান সভার কোনও কর্মী এই কর্ম বিরতি কর্ম সূচিতে অংশ গ্রহণ করলে সেই কর্মীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতেও তিনি পিছুপা হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন । তিনি বলেন রাজ্য সরকার কর্মীদের প্রতি যথেষ্ট সহানুভূতি শীল । এমনকি তার দলের সুপ্রিমও তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানবিক বলে বিমান বাবু দাবি করেন , মুখ্যমন্ত্রী কর্মীদের ন্যায্য পাওনা মেটাতে আপ্রান চেষ্টা করছে , কিন্তু কেন্দ্র সরকার রাজ্যের হকের পাওনা গণ্ডা না মেটানোয় রাজ্য সরকার কর্মীদের ডি এ মেটাতে পারছে না । এমনকি নেত্রীর সুরে সুর মিলিয়ে বিমান বাবু রাজ্যের প্রতি  কেন্দ্র সরকারের বিমাতৃ সুলভ আচরনের প্রসঙ্গ উত্থাপন করেন তার বক্তব্যে । পাশাপাশি ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা দের তিনি ২০- ২১ ফেব্রুয়ারি কাজে আসার অনুরোধ জানান । এমনকি সরকারি কর্মীদের এই কর্ম বিরতি পালন কে যে  রাজ্য  সরকার কড়া হাতে মোকাবিলা করবে সে বিষয়েও স্পষ্ট হুঁশিয়ারি দেন বিমান । 

কিন্তু রাজ্য সরকারি কর্মীরা যে সরকারের কোনও কড়া পদক্ষেপে মাথা নৎ করবে না সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে গত শনিবারই । প্রসঙ্গত , ডি এ নিয়ে সরকারের কাছে বহুবার আবেদন নিবেদন করে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ক খনও আদালতের দরজায় আবার কখনও পথে নেমে আন্দোলন যেমন , গনঅবস্থান – অনশন- মিছিল- বিধানসভা অভিযান ইত্যাদি কর্ম সূচিতে অংশ নিয়েছে রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের যৌথ সংগ্রামী মঞ্চ । তাতেও এক প্রাওকার কাজ না হওয়ায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজ না করার হুমকি পর্যন্ত দিয়েছে আন্দোলন রত সরকারি কর্মীরা । পরিস্থিতি এমন,  যত দিন যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংঘাতের আবহ । সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকারের যেমন অনমনীয় মনোভাব তেমনি রাজ্য সরকারি কর্মীরাও তাদের অবস্থানে অনড় ।  দিনের পর দিন রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতির পথে । 

সম্প্রতি রাজ্য বাজেটে  সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডি এ ঘোষণা করেছে রাজ্য সরকার । আর আর তার পরেই  রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের মাত্রা আরও তীব্র । এ বিষয়ে সম্প্রতি রাজ্য সরকার ঘোষিত ৩ শতাংশ ডিএ- কে ভিক্ষার দান বলে কটাক্ষের সুর শোনা গিয়েছে  রাজ্য সরকারি কর্মীদের মুখে  । পাশাপাশি মাত্র তিন শতাংশ ডিএ অর্থাৎ রাজ্য সরকারের এই দয়ার দান যে তারা যে কোনও মতেই গ্রহণ করবেন না সে কথাও আন্দোলন রত সরকারি কর্মীরা স্পষ্ট করেছেন ইতিমধ্যেই । রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই , কেন্দ্রীয় হারে তাদের ডিএ দিতে হবে । এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে শুক্রবার রাজ্য বিধানসভা অভিযানের ডাক দেয় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । পাশাপাশি ২০ – ২১ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার সপ্তাহের প্রথম দু’দিন গোটা রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ ।  

এবার আসরে খোদ বিধান সভার স্পিকার তথা তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় । খোদ বিধান সভার স্পিকারের এই মন্তব্যে আন্দোলনরত সরকারি কর্মীরা যেমন বাড়তি অক্সিজেন পাবে তেমনি রাজ্যের শাসক দল যে বেশ অস্বস্তিতে পড়ল তা আর বলার অপেক্ষা রাখেনা । 

written by – Somnath Pal. 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #DA  #GOVT #SALARY  #DEARNESS ALLOWANCE #WB

Leave a Comment