DA Breaking News: ফের নয়া পদক্ষেপ সরকারি কর্মীদের, টার্গেট মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় -Govt Employees

 গত কয়েকদিন আগে ডিএ-র দাবিতে শহীদ মিনারের সামনে চালু হয় বিরাট আন্দোলন। কিন্তু বর্তমানে সারা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা চলাই আপাতত সেই আন্দোলনের প্রভাব কিছুটা কমিয়ে রাখা হয়েছে। কিন্তু তাদের হকের দাবি এখনো না মেটায় একের পর এক অভিনব পদ্ধতি খুজে বার করেছে সরকারি কর্মী মহল। 

এদিন এক অভিনব পদ্ধতি অবলম্বন করে আন্দোলন করেন সরকারি কর্মীগন। তারা মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুক আকা পোস্টার লাগিয়ে প্রতিবাদ করেন। আর শুধু তাই নয়, এর পাশাপাশি ‘লুটারি ‘কর্মসূচি পালন করেন সরকারি কর্মীরা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের মন্ত্রীদের জন্য পুরস্কার প্রদান করেন। আন্দোলনকারীদের অভিযোগ সবাই মিলে রাজ্যে লুট করছে তাই এই কর্মসূচির এমন নাম করন করা হয়। 

আন্দোলনকারীদের বিচারে ‘লুটারি’ হিসেবে প্রথম পুরস্কার প্রাপ্য মাননীয়া মুখমন্ত্রীর । তাদের কথায়, রাজ্যের যেহেতু কোষাগার ফাঁকা তাই ডিএ দিতে পারছে না রাজ্য সরকার আর এর জন্যেই প্রথম পুরস্কার যাচ্ছে মুখমন্ত্রীর কাছে। দ্বিতীয় পুরস্কার যৌথ ভাবে পাচ্ছেন রাজ্যের বিভিন্ন মন্ত্রীগন। এছাড়াও তৃতীয় পুরস্কারও দেওয়া হল রাজ্যের নেতা-মন্ত্রীদের। আন্দোলনকারীদের কথায়, রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিবৃতি দিচ্ছেন তাতে তাঁদের মানসিক চিকিৎসারও দরকার ।

Post Office Recruitment :ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 19,900 মাসিক বেতন 

যদিও নবান্নের নোটিশ মোতাবেক ১ মার্চ থেকে সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ ৩ থেকে ৬ শতাংশ করা হয়েছে কিন্তু তাতেও না খুশ সরকারি কর্মীরা। তাদের দাবি এখনো মানা হয়নি বলে আন্দোলনকারদের দাবি। আন্দোলনকারীদের কথায়, তাদের মতো ডিএ না দিলে তারা সন্তুষ্ট হবে না। তাই রাজ্য সরকারের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়ে অভিনব পদ্ধতি অবলম্বন করে আন্দোলন করছে। 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment