DVC-তে একাধিক পদে চাকরির সুযোগ, বেতন 56,100 টাকা -Job Recruitment

কলকাতা – এ রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ । এবার কর্মী নিয়োগ হতে চলেছে ডিভিসি (DVC) অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনে । এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে । এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই নিয়োগে অংশ নিতে পারবেন । এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের জন্য মাসিক বেতন আকর্ষণীয় । আবেদন ও নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে চটপট দেখে নিন বিস্তারিত প্রতিবেদনটি। New Job Recruitment 

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে দামোদর ভ্যালি কর্পোরেশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে , আগামী ২রা জুলাই অর্থাৎ 02/07/2023 -এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে । সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইট থেকে আবেদন পত্র টি ডাউন লোড করে উপযুক্ত তথ্য দিয়ে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । তবে আবেদন ও নিয়োগ সম্পর্কিত কোনও নিয়মবিধি পরিবর্তিত হলে তা বিজ্ঞপ্তি আকারে ফের জানিয়ে দেওয়া হবে । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । 

আবেদনের জন্য সংশ্লিষ্ট দফতরের ওয়েব  www.dvc.gov.in সাইট টি ফলো করুন । 

এক্ষেত্রে মোট তিনটি বিভাগে মোট ১০ টি শূন্য পদ পূরণের উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 

উক্ত পদ গুলি হল , 

1.অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি)  ASSISTANT ENGINEER ( INFORMATION & TECHNOLOGY)

2.অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এইচ আর) (ASSISTANT DIRECTOR (HR) এবং 

3.অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার  (পি আর) ASSISTANT MANAGER (PR)

বয়স সীমা – 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমা 45 বছর । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

মাসিক বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে 56,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । এছাড়াও রয়েছে যাবতীয় সরকারি  আর্থিক সুযোগ সুবিধা । 

শিক্ষাগত যোগ্যতা – 

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি) ‘ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রীধারি হতে হবে । 

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এইচ আর ) ‘ পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এইচ আর / পার্সোনাল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / সোশ্যাল ওয়ার্ক / লেবার রিলেশন / লেবার সোশ্যাল ওয়েল ফেয়ার বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারি হতে হবে । 

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পি আর ) পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জারনালিসম অ্যান্ড মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা ডিপ্লোমা ধারি হতে হবে । 

নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউ এবং আবেদনকারী প্রার্থীর যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে প্রার্থী সিলেকশন করা হবে । তাহলে আর দেরি নাকরে দ্রত আবেদন সেরে নেওয়াই ভালো । 

সঠিক চাকরির খবর দেবো আমরাই , নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Official Website : Click Here

Join Telegram Channel : Click Here

TAG – #DVC #ENGINEERING &TECHNOLOGY #JOB NEWS #HUMAN RESOURCE #RECRUITMENT

Leave a Comment