অষ্টম পাশে রাজ্য সরকারের চাকরি, ২৩ জেলা থেকে কয়েকশো চাকরি -WB Govt Job Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য চাকরির দারুণ সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। আপনার কী শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ? আপনি কী পশ্চিমবঙ্গের বাসিন্দা? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ দিচ্ছে সরকার। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB Govt 8th Passed Job Recruitment 

 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র পেতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে বা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। এরপর আবেদন পত্রের শেষের দিকে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে। সঠিক তথ্য দিয়ে পূরণ করে শেষে পাসপোর্ট সাইজের ছবি ও জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কপি দিয়ে খামে ভরে জমা করতে হবে। নিচে আবেদন পত্র জমা করার ঠিকানা দেওয়া হবে। West Bengal Police Recruitment 

 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :

1. বয়েসের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. জাতিগত সংশয় পত্র (যদি)

4. পাসপোর্ট সাইজের রঙিন ছবি

5. আধার বা ভোটার কার্ড

6. অন্যান্য জরুরি ডকুমেন্টস 

 

পদের নাম : রাজ্য পুলিশে কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে (WB Police Car Drivers Reqruitment) 

 

মোট শূন্যপদ : 412 টি 

 

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন হিসেবে দেওয়া হবে 13,500 টাকা। 

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী আবেদন করতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম অষ্টম পাশ বা তার সমতুল্য। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত ড্রাইভিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। তারিখ, সময় ও স্থান অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

 

আবেদন পত্র জমা করার ঠিকানা : Drop Box, Police Training School, 247, A.J.C. Bose Road, Kolkata 700 027

 

আবেদন পত্র জমা করার শেষ তারিখ : 9 অক্টোবর 2023 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। 

Official Notice  Download 
Official Website  Click Here

 

Telegram Channel   Join Now
WhatsApp Group  Join Now

1 thought on “অষ্টম পাশে রাজ্য সরকারের চাকরি, ২৩ জেলা থেকে কয়েকশো চাকরি -WB Govt Job Recruitment”

Leave a Comment