Govt Job: প্রায় 600 শূন্যপদে লোকবল নিচ্ছে তথ্য প্রযুক্তি কেন্দ্র, বেতনও লক্ষাধিক

মাসে মাসে মোটা অঙ্কের বেতনের চাকরি করতে চাইলে বিরাট সুযোগ । বেতন প্রতিমাসে প্রায় দু’লক্ষ টাকা । এবার ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তির কাজে নিয়োগ হতে চলেছে বিরাট সংখ্যক কর্মী । সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকারের তথ্য (Ministry of Electronics & Information Technology ) প্রযুক্তি মন্ত্রকের অধীনে জাতীয় (National Informatics Centre)  তথ্য কেন্দ্র মারফৎ । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । তাহলে আর দেরি না করে নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে – প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ (Advt No: NIELIT/NIC/2023/1)  Dated – 04/03/2023 


আবেদন পদ্ধতি – 

এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে । অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই । প্রথমে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইটে গিয়ে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদন পত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । সব শেষে আবেদনকারীকে তার নিজের ছবি আপলোড এবং সই স্ক্যান করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে । 


নিয়োগ পদ্ধতি – 

এ ক্ষেত্রে প্রথমে দিতে হবে অনলাইনে লিখিত পরিক্ষা । লিখিত পরিক্ষায় থাকবে ১২০ নম্বর । লিখিত পরিক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । তারপর প্রার্থীর জমা করা নথি পত্র অর্থাৎ ডকুমেন্টস খুঁটিয়ে দেখে নিয়ে এবং প্রাসঙ্গিক বিষয়ে প্রার্থীর দক্ষতা এবং অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার মান নিরুপন করে চুরান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । চুড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে  নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সংশ্লিষ্ট সংস্থার তরফে । 


প্রয়োজনীয় ডুকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে । 


শূন্যপদ –

১) পদের নাম – সায়েন্টিস্ট বি (Scientist – B) 

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ৭১ টি 

শিক্ষাগত যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ার /টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / ইলেক্ট্রনিক্স টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয় নিয়ে ব্যাচেলর অথবা মাস্টার অথবা পিএইচডি (P.hd) ডিগ্রিধারী হতে হবে । 

মাসিক বেতন –

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের তরফে প্রতি মাসে ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 


২) পদের নাম – সায়েন্টিফিক অফিসার/ ইঞ্জিনিয়ার ( Scientific Officer/Engineer)  

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ১৯৬ টি 

শিক্ষাগত যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় অথবা ইঞ্জিনিয়ার /টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / ইলেক্ট্রনিক্স টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয় নিয়ে ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রিধারী হতে হবে । 

মাসিক বেতন –

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের তরফে প্রতি মাসে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 


৩) পদের নাম – ( Scientific / Technical Assistant )

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্যপদের সংখ্যা ৩৩১ টি 

শিক্ষাগত যোগ্যতা –

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী কে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় অথবা ইঞ্জিনিয়ার /টেকনোলজি / কম্পিউটার সায়েন্স / ইলেক্ট্রনিক্স টেলিকমিউনিকেশন ইত্যাদি বিষয় নিয়ে ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রিধারী হতে হবে । 

মাসিক বেতন –

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের তরফে প্রতি মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে । 


বয়স সীমা –

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


আবেদন ফী –

উল্লেখিত পদ গুলিতে আবেদন জানাতে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৮০০ টাকা আবেদন ফী জমা অরতে হবে । সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই । 


আবেদন জানাতে হবে আগামী এপ্রিল মাসের ৪ তারিখ অর্থাৎ 04/04/2023 এর মধ্যে । 

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.calicut.nielit.in /nic23 -এ 


অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন 


More Job News : Click Here


Join Telegram Channel : Click Here


TAG – #GOVT JOB #ELECTRONICS #INFORMATION &TECHNOLOGY #JOB NEWS

Leave a Comment