Health Recruitment : স্বাস্থ্য বিভাগে ক্লার্ক ও অন্যান্য গ্রুপ সি পদে চাকরির সুযোগ, আবেদন করুন এক্ষুনি

নয়াদিল্লি – আদিম মানুষ থেকে বর্তমানের ডিজিটাল যুগ । সেই পৌরাণিক কাল থেকে আজ পর্যন্ত, চিকিৎসা ব্যবস্থায় গাছ গাছড়ার ভুমিকা অপরিসীম । এলোপ্যাথি – হোমিওপ্যাথি তো আছেই । তথাপি আয়ুর্বেদিক মেডিসিনের ভুমিকা অনস্বীকার্য । এর জন্য রয়েছে ভারত সরকারের আয়ুশ মন্ত্রক । এবার ভারত সরকারের আয়ুশ মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় আয়ুর্বেদিক সায়েন্স ও গবেষণাগারে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে । সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় আয়ুর্বেদিক সায়েন্স এন্ড রিসার্চ সংস্থার পক্ষ থেকে । এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিযুক্ত কর্মীদের কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । তাহলে আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক নিয়োগ ও আবেদনের যাবতীয় বিস্তারিত দিক গুলি । Health Recruitment 

সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক মেডিসিন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আবেদনাকারি প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে ।  প্রথমে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইট www.ccras.nic.in থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদন পত্র টি পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

এক্ষেত্রে মোট পাঁচটি বিভাগে মোট ১৩ টি শূন্য পদের পূরণের উদ্দেশ্যে চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । উল্লেখিত পদ গুলির তালিকা এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক ।


১) প্রশাসনিক আধিকারিক ( Administrative Officer)

২) হিসাব রক্ষক (Accounts Officer)

৩) সহকারী ম্যাট্রন ( Assistant Matron)

৪) সহকারি রিসার্চ অফিসার ( Assistant Research Officer) এবং 

৫) আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk)

যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক  বিষয়ের ওপর দক্ষ এবং পারদর্শী যেমন হতে হবে তেমনি সরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  ।  এছাড়াও বাড়তি যোগ্যতা হিসাবে প্রশসনিক আধিকারিক ‘ পদের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে । সহকারী ম্যাট্রন ‘ পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । আয়ুর্বেদিক হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । সহকারি রিসার্চ অফিসার ‘ পদের ক্ষেত্রে আবেদনকারীকে প্ল্যান্ট প্যাথলজি / রিসার্চ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে ।  

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর যোগ্যতা যাচাই – ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ পত্র দেওয়া হবে । 

আবেদনের সময় প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস – এর প্রত্যয়িত নকল আবেদন পত্রের সঙ্গে যুক্ত করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে।  তাহলে আর দেরি না করে এখনই আবেদন করুন । আবেদন ও নিয়োগ সম্পর্কে আর বিশদে জানতে ক্লিক করুন www.ccras.nic.in 

আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com  

written by – Somnath Pal . 

Official Notice : Download  

Join Telegram Channel : Click Here

TAG – #AYURVEDIC #MEDICINE #JOB NEWS #GOVT JOB #SCIENCE & RESEARCH

Leave a Comment