By bongodhara desk –
মোবাইল , মাত্র চার অক্ষরের শব্দ । কিন্তু এর ব্যপ্তি গোটা দুনিয়া জুড়ে । বর্তমানে মোবাইল ছাড়া চলাই দায় । পছন্দের হ্যান্ড সেট আর তার সঙ্গে ডাটা তাহলে এক নিমেষে গোটা দুনিয়া আপনার হাতের মুঠোয় । ট্রেন কিংবা বিমান টাইম থেকে শুরু করে পছন্দ মতো খাদ্য খাবার অর্ডার করা , সব যেন এক চুটকিতে সাবার । আর বর্তমান সময়ে মোবাইল মানেই রকমারি অ্যাপসে’র দাপট । যার সাহায্যে আপনি এক নিমেষে পেয়ে যাবেন আপনার পছন্দের যা খুশি ।
কিন্তু নিজের ইচ্ছা মতো হ্যান্ড সেট তো চালান । এই অ্যাপস গুলি সম্পর্কে জানেন তো । যা থেকে টুকি টাকি ইনকামের রাস্তা পেতে পারেন সহজেই । তবে এর জন্য আপনাকে কোনও ইনভেস্ট বা পুঁজি খাটাতে হবেনা । শুধুমাত্র আপনার সখের মোবাইলে এই অ্যাপস গুলি থাকলেই হল । আপনার পকেটে টাকা আসবে একেবারে দৌড়ে দৌড়ে । তাহলে আসুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক আপনার মোবাইলে কি এমন অ্যাপস থাকলে আপনি হাত খরচের পয়সা নিজেই জুটিয়ে নেবেন খুব সহজে ।
CrownIt –
আপনি যদি রেঁস্তোরা, স্পা এর পরিসেবা নেন । সেই সময় যে বিল পেমেন্ট করেন আপনার অবাইলে যদি এই অ্যাপটি থেকে থাকে তাহলে ক্যাশ ব্যাক পাবেন অন স্পট । বিগত দশ বছর ধরে সক্রিয় রয়েছে এই অ্যাপ টি । এই ক্যাশ ব্যাকের পয়সা আপনি আপনার নিজের প্রয়োজন মতো ব্যভার করতে পারেন খুব সহজেই ।
Yumchek-
বাইরে বেড়িয়ে আপনি যদি কোনও রেস্তোরাঁতে খাবার খেয়েছেন । তাহলে বিলটি পে করার পরই পর পর পাঁচটি ইলে পাঁচ টাকা করে ক্যাশ ব্যাক পাবেন আপনি । তবে এই অ্যা প টি আপনার মোবাইলে থাকা চাই । শুধু তাই নয় ভালো মানের রেস্টুরেন্টের খোঁজ ও আপনি সহজেই পেয়ে যাবেন এই অ্যা প -এর মাধ্যমে ।
Keettoo –
আপনি যদি বিজ্ঞাপন দেখতে পছন্দ করেন তাহলে এই বিজ্ঞাপন থেকে আপনি ইনকাম করতে পারেন । এই অ্যা প যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে আপনি বিজ্ঞাপন দেখা মাত্রই বিজ্ঞাপন প্রতি এক টাকা করে পেয়ে যাবেন । পড়ে পে টি এম অন্য সহজ পদ্ধতিতে সেই প্রাপ্ত টাকা আপনার অ্যা কাউন্টে চলে আসবে সরাসরি । বিষয়টি শুনতে অবাক লাগলেও এটি নিশ্চিত সত্য ।
Slidejoy-
এই অ্যাপ আপনার ফোনের লকস্ক্রিনের বদলে একটি বিজ্ঞাপন সংক্রান্ত কন্টেন্ট শো করতে বলবে। যতগুলি বিজ্ঞাপন দেখবেন ঠিক ততই টাকা পাবেন।। তবে এই টাকা আসে ক্যারট রূপে।
Foap-
আপনি কি ছবি তুলতে বা ফটোগ্রাফি ভালো বাসেন তাহলে আপনি ছবি প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা আয় করতে পারেন । এর জন্য সবার প্রথম উক্ত অ্যাপে গিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। তারপর আপনার ফোনের গ্যালারিতে থাকা ছবিগুলি আপলোড করতে হবে। যে সব গ্রাহক আগ্রহী হবেন আপনার ছবিতে তারা সেগুলি কেনার প্রস্তাব দেবে আপনাকে। ব্যাস তাহলে আপনার ইনকাম শুরু ।
তাহলে আর দেরি না করে সখের মোবাইলে এখনই ডাউন লোড করুন এই অ্যাপস গুলি আর আপনার টুকি টাকি হাত খরচের পয়সা রজগার করুন নিজেই ।
এই ধরণের আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #MOBILE #APPS #INCOME #TIPS #SELF INCOME