ফের ডাক বিভাগে 48,560 পদে MTS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন -India Post Reqruitment

আপনার শিক্ষাগত যোগ্যতা কী মাধ্যমিক পাশ? আপনি এখনো বেকার? তাহলে আপনার জন্য ফের দারুণ সুযোগ নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। জানা যায়, দেশজুড়ে 48,560 টি শূন্যপদে পোস্ট অফিস মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ করা হবে। দেশের যে কোনো রাজ্যের বাসিন্দা হলে আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ সকলে এই পদ গুলিতে আবেদন জানাতে পারবেন। যে সমস্ত চাকরি প্রার্থী পোস্ট অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। India Post MTS Reqruitment 

 

পদের নাম : মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী পোস্ট অফিসের MTS পদে চাকরি করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। এছাড়াও সাধারণ কম্পিউটার  জ্ঞান থাকতে হবে। 

 

বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে অবশ্যই India Post এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর আবেদন লিঙ্কে ক্লিক করে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে পুরো আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর জরুরি ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি সহ সিগনেচার আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে। এর আগে অবশ্যই আবেদন ফী জমা করতে হবে। 

 

আবেদন ফী : অনলাইন আবেদন করতে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 500 টাকা এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য 250 টাকা আবেদন ফী জমা করতে হবে। 

 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে দুই মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা যেটি কম্পিউটার বেস্ট হবে। এরপর ফিজিক্যাল টেস্ট এর এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

 

আবেদনের আগে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে সর্ব প্রথম আমাদের ওয়েবসাইট এর পেজে আপলোড করার চেষ্টা করা হবে। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী আপডেট পেতে। 

 

Official Website : Click Here

 

Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now

1 thought on “ফের ডাক বিভাগে 48,560 পদে MTS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন -India Post Reqruitment”

Leave a Comment