Jio-র ধামাকা অফার! 23 দিনে 75 জিবি ডেটা ফ্রী, তাড়াতাড়ি জানুন বিস্তারিত -New Offer 2023

মুম্বাই :  গান শোনা, খেলা দেখা, সিনেমা দেখা, থেকে শুরু করে ফেস বুক অথবা হোয়াটস অ্যাপে চ্যাট করা আরও কত কি। মোবাইলে ডাটা চাই..ই চাই। তবে মোবাইলে ডাটার জন্য গ্রাহকের পকেট পারমিট হওয়া চাই। জিও (Jio), এয়ারটেল(airtel) থেকে ভোদা ফোন (voda)পাশাপাশি আরও কত নামীদামী সংস্থা। বাজারে প্রতিযোগিতার অন্ত নেই। যে যার সাধ্য মতো কোটি কোটি গ্রাহকদের স্বল্প মূল্যে পরিষেবা দিতে সদা তৎপর।

কিন্তু  স্বল্প মূল্যে গ্রাহকদের নানা প্রকারের নিত্য নতুন অফার দেওয়ার ক্ষেত্রে মুকেশ আম্বানির জিও(Jio) অবশ্য অন্যান্য সংস্থাকে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে ইতিমধ্যেই। এবার ফের একবার গ্রাহকদের সামনে ধামাকাদার(Bumper Offer) অফার নিয়ে হাজির জিও(Jio) । 

সম্প্রতি গোটা দেশবাসীর জন্য এক ধামাকা(dhamaka offer from Jio) অফার নিয়ে হাজির মুকেশ আম্বানির জিও (Jio)। অফারটি বেশ আকর্ষণীয়। একেবারে স্বাদ ও সাধ্যের মধ্যে। প্রি পেইড পরিষেবার ক্ষেত্রে যদি কোনও গ্রাহক ৩৬৫ দিন অর্থাৎ এক বছরের জন্য ২৯৯৯ টাকা  টাকা রিচার্জ করেন তাহলে ওই গ্রাহক পেয়ে যাবেন ৩৬৫ + ২৩ অর্থাৎ ৩৮৮ দিনের বৈধতা । তবে শুধু কি মেয়াদ বৃদ্ধি এর সঙ্গে জিও ব্যবহারকারী ওই গ্রাহক পেয়ে সম্পূর্ণ বিনা মূল্যে ৭৫ জিবি ডেটা । 

এবার তাহলে জেনে নেওয়া যাক জিও (Jio)-র ধামাকাদার  অফারের বিস্তারিত তথ্য সম্পর্কে  : 

ইতিমধ্যে রিলায়েন্স জিও-র তরফে জানানো হয়েছে দেশের যে সকল গ্রাহকরা জিও (Jio)  ব্যবহার করেন তারা যদি প্রি পেইড পরিষেবার গ্রাহক হন তাহলে ওই গ্রাহক যদি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের জন্য রিচার্জ করেন তাহলে ওই গ্রাহক পাবেন পাবেন বাড়তি আরও ২৩ দিনের বৈধতা । তার রিচার্জের মেয়াদ গিয়ে পৌঁছবে ৩৮৮ দিন পর্যন্ত । অর্থাৎ ১২ মাসের সঙ্গে আরও একমাস বাড়তি বৈধতা অর্থাৎ ভ্যালিডিটির সুবিধা পাবেন গ্রাহক । এ ছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। পাশাপাশি এই প্ল্যানে  রোজ বিনামূল্যে ১০০ টি এসএমএস করার সুবিধা পাবেন গ্রাহক । 

এক্ষেত্রে ওই গ্রাহক ৩৬৫ দিন পর্যন্ত পাবেন দৈনিক অর্থাৎ প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা- র সুবিধা । তবে দৈনিক ব্যবহারের ২.৫ জিবি ডেটা – র স্পীড থাকবে ৬৪ কেবিপিএস হারে । কিন্তু ২.৫ জিবি ডেটা শেষ হয়ে গেলে ওই গ্রাহকের ব্যবহার্য ডেটা – স্পীড নেমে আসবে ৬৪ কেবিপিএস-র নিচে । 

 এছাড়াও এই এক বছরের প্যাকেজে রয়েছে আরও বাড়তি ৭৫ জিবি ডেটা ব্যবহারের সুবিধা । 

পাশাপাশি জিও (Jio) -র এই অফারে নিয়ম মতো জিও সিনেমা , জিও স্পোর্টস , জিও মুভি সব সুবিধাই পাবেন গ্রাহক এর জন্য আলাদা কোনও পয়সা খরচের বালাই নেই । চলতি ২০২৩ সালের শুরুতে  গ্রাহকদের জন্য এই বিশেষ অফারের ব্যবস্থা করেছে জিও ।  

বাংলাবাসীকে মাথাপিছু 10 হাজার টাকা দিচ্ছে মমতা সরকার, এক্ষুনি আবেদন করুন -WB Govt Prakalpo 

দেশের প্রতিটি অঞ্চলের গ্রাহকদের জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যে সকল গ্রাহকরা জিও-র পোস্ট পেইড প্ল্যানে রিচার্জ করেন সেই সকল গ্রাহকরা এই ধামাকা অফারের সুবিধা পাবেন না । শুধুমাত্র ‘প্রি পেইড'(pre paid) প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকরা সর্বনিম্ন ২৯৯৯ টাকা বার্ষিক রিচার্জ করলেই তিনি এই বিশেষ অফারের সুবিধা পাবেন পুরোমাত্রায় ।

Written by- Somnath Pal. 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG- JIO# AIRTEL# VODAFONE# BUMPER OFFAR

Leave a Comment