About this Recruitment: ITBP has issued a notification for the recruitment of Sub-Inspector (Telecommunication) in Group B, as well as Head Constable and Constable (Telecommunication) in Group C. All these posts are temporary but are expected to become permanent. All the candidates who are Interested meet the eligibility criteria can find more details in the below notification and apply online.
Name of the Posts : There are various posts ,such as- ITBP SI, Constable & Head Constable
Post Publish Date: 23-10-2424
Total No. Vacancy: 526
ITBP SI, Constable & Head Constable Recruitment 2024
Application Fees:
Sub-Inspector (Telecommunication): ₹200
Head Constable & Constable (Telecommunication): ₹100
WB School Staff Recruitment 2025: আপনার কি স্কুলে চাকরি করার ইচ্ছা? আপনি কি শিক্ষক হতে চান কিংবা শিক্ষা কর্মী? তাহলে আপনার জন্য রাজ্যের স্কুলে শিক্ষক ও শিক্ষা কর্মী হওয়ার দারুন সুযোগ দিচ্ছে। রাজ্যের এই স্কুলে আপনি যোগ্যতার ভিত্তিতে আবেদন করে সুযোগ পেলে শিক্ষক হতে পারে অথবা হতে পারেন শিক্ষা কর্মী। কোন SSC পরীক্ষা ছাড়াই এই পদগুলিতে সুযোগ পেতে পারেন আপনিও। ছেলে কিংবা মেয়ে উভয় প্রার্থী আবেদন জানাতে পারেন। রাজ্যের এক জেলায় স্কুলে সুযোগ করে নিতে পারেন আপনার কর্মস্থল। তাহলে দেরি না করে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হলো।
এক্ষেত্রে যে জেলার ওই স্কুল করতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে শিক্ষক ও শিক্ষা কর্মী উভয় পদে নিয়োগের জন্য আবেদন চাওয়া হয়েছে।
এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে শিক্ষা কর্মী হিসেবে সুইপার ও হেলপার পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা সমূহ :
যে সকল প্রার্থী শিক্ষক পদের জন্য আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের ভূগোল বিষয়ে স্নাতক পাস করতে হবে এবং প্রার্থীদের বিয়ের ডিগ্রী পাশে থাকতে হবে।
গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস করতে হবে।
এই পথগুলিতে আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর এবং সর্বাধিক ৩৮ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন :যারা এই পদগুলিতে নিযুক্ত হবেন তাদের জন্য শিক্ষক পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৬ হাজার টাকা এবং শিক্ষা কর্মী পদের জন্য মাসির বেতন ৯৩০০ টাকা দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন :
যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইন মাধ্যমে ফরম পূরণ করে জমা করতে।
অফলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে
এরপর অফিসিয়াল নোটিশের সঙ্গে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে
আবেদন পত্র ঠিক যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে
আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
প্রার্থীর জরুরি সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদনপত্রের সঙ্গে ডকুমেন্টস গুলি একত্রিত করে একটি খামের ভিতর ভরতে হবে
জরুরী ডকুমেন্ট সমূহ :
প্রার্থীর সমস্ত প্রয়োজনে ডকুমেন্টসের জেরক্স কপি করতে হবে এবং সে সমস্ত জরুরি ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে যেমন –
আবেদন করার তারিখ সমূহ : প্রার্থীরা অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারেন ০৫-০৫-২০২৫ তারিখ পর্যন্ত। ছুটির দিন বাদে বাকি সবদিনে আবেদন পত্র জমা করা যাবে এবং আবেদনপত্র জমা করতে হবে বিকেল ৫ টার পূর্বে।
আবেদন করার পূর্বে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিসের নোটিশ ডাউনলোড করে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিবেন –
LIC Internship 2025 :এবার বেকার প্রার্থীদের জন্য ফের এক দারুন সুখবর নিয়ে আসলো ভারতের অন্যতম জীবন বীমা সংস্থা। এবার বেকার প্রার্থীদের জন্য ইন্টার্নশিপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে মাসিক বাতাও প্রদান করছে এই সংস্থা। যদি আপনি একজন বেকার প্রার্থী হয়ে থাকেন এবং এই ইন্টার্নশিপে নিজের ট্রেনিং নিয়ে সঙ্গে মাসে মাসে ভাতা পেতে চান তাহলে এই সুযোগ আপনারই জন্য। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এই ইন্টার্নশিপ নিয়োগের ক্ষেত্রে যে বিস্তারিত আলোচনা তা করতে যাচ্ছি। আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে বিস্তারিত পড়ুন।
এটি শুধু বেকার যুবক যুবতীদের জন্য ফ্রিতে ট্রেনিং নয় একটি চাকরির সমতুল্য ভাতাও দেওয়া হবে এক্ষেত্রে। যদি আপনি ভারতীয় জীবন বীমা সংস্থার এই ইন্টার্নশিপে সুযোগ পেয়ে যান তাহলে ইন্টার্নশিপ চলাকালীন আপনাকে প্রতি মাসে 30 হাজার টাকা দেওয়া হবে। যা বর্তমানে অনেক চাকরির ক্ষেত্রেও পাওয়ায় অসাধ্যকর। তাহলে দেরি না করে এই সুযোগ নিতে এখনই নিজের শেষ পর্যন্ত দেখুন।
এবার প্রশ্ন হল কারা আবেদন করতে পারবেন :
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জীবন বীমা সংস্থায় ইন্টার্নশিপ হিসেবে নিজেকে সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। ভারতীয় বাসিন্দা হওয়ার পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস করা দরকার। প্রার্থী যদি বীমা সংক্রান্ত কাজ বা মার্কেটিং ভিত্তিক কাজ করতে আগ্রহী হয়ে থাকে তাহলে এই ইন্টার্নশিপের সুযোগ নিতে পারেন। এক্ষেত্রে ছেলে কিংবা মেয়ে উভয়প্রার্থী আবেদন জানাতে পারবেন।
ইন্টার্নশিপের মেয়াদ কতদিন হবে :
ভারতীয় জীবন বীমা সংস্থার internship নিয়োগের ক্ষেত্রে আবেদন যারা করবেন তাদের সর্বাধিক ছয় মাসের জন্ম নিযুক্ত করা হবে। ছয় মাসে প্রার্থীদের অবশ্যই প্রতিনিয়ত হাজিরা দিতে হবে। এই ছয় মাসে প্রার্থীরা তাদের ট্রেনিং কমপ্লিট করতে পারবেন এবং মাসিক হাতা সহ শেষে সার্টিফিকেট পেয়ে যাবেন।
ইন্টার্নশিপের সুবিধা সমূহ :
ভারতীয় জীবন বীমা সংস্থার internship এ যদি আপনি সুযোগ পান তাহলে কি কি ধরনের সুবিধা পাবেন এই প্রতিবেদনে বলতে যাচ্ছি। এক্ষেত্রে আপনি যে সময় পর্যন্ত ইন্টার্নশিপ করবেন সেই সময় পর্যন্ত মাসিক ১৬ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন। এরপর অবশ্যই ট্রেনিং শেষে আপনার হাতে একটি সার্টিফিকেট তুলে দেওয়া হবে এবং একটি সুপারিশ পত্র দেওয়া হবে যা ভবিষ্যতে চাকরির জন্য উপযোগী হবে।
এবার প্রশ্ন হল কিভাবে আবেদন জানাতে পারবেন :
আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন এবং আপনার উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে এই ইন্টার্নশিপে অবিলম্বে সুযোগ নিতে পারেন।
এর জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
এবং তারপর অনলাইন মাধ্যমে একটি আবেদন ফরম ফিলাপ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে
ফরম ফিলাপ চলাকালীন অবশ্যই আপনার জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে যা নির্দেশনা দেওয়া রয়েছে
সবশেষে সেই ফর্মটি ফাইনাল সাবমিট করে বের করে রাখতে পারেন
আবেদন করার শেষ তারিখ :
ভারতীয় জীবন বীমা সংস্থার internship নিয়োগের ক্ষেত্রে আপনি আবেদন জানাতে পারবেন ১১ মে ২০২৫ তারিখ পর্যন্ত। যারা অনলাইনে আবেদন করতে চাই তারা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করে নিতে পারেন।
আবেদন করার পূর্বে আপনি চাইলে এই সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিতে পারেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিবেন। আমরা কেবল অনলাইন মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রতিবেদন রচনা করেছি।
Rajjak Ali is an experienced content writer with over 5 years of expertise in crafting engaging and informative content. With a passion for writing, Rajjak has successfully delivered high-quality articles, blog posts, and website content for various niches. Rajjak's dedication to delivering captivating content has earned him a reputation for excellence in the field.