নিজের জীবন কে ভালবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। ঠিক তাই। কারণ মানুষের জীবনে দুর্ঘটনা কখনও বলে আসেনা। তাই নিজের অথবা পরিবারের বাকি সদস্যদের আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে গোটা পৃথিবীর বেশিরভাগ মানুষ বেছে নেন জীবন বিমার মতো একাধিক পলিসি কে। কিন্তু বাজারে নানা কোম্পানির বিমা সংস্থা থাকলেও দেশের বেশিরভাগ মানুষ কিন্তু এলআইসিকেই(LIC) বেশি নিরাপদ বলে মনে করেন। দেশের প্রান্তিক কিংবা শহরাঞ্চলের মানুষের এই জীবন সুরক্ষার সু- নিশ্চিত এবং নিরাপদ চিন্তা ধারার কারণেই গোটা দেশ জুড়ে এখনও পর্যন্ত যে নামটি একেবারে প্রথম সারিতে অবস্থান করছে সেটি হল এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (LIFE INSURANCE CORPORATION OF INDIA) ।
এবার সেই LIC তেই চাকরির সুযোগ আপনার সামনে । আসলে গোটা দেশের চাকরির বাজারের অবস্থা যে বেশ শোচনীয় সে কথা বলাই বাহুল্য । এই অবস্থায় যে কোনও নিয়োগের খবরই যে বেকার চাকরি প্রার্থীদের কাছে মহা খুশির খবর তা বলার অপেক্ষা রাখেনা । সম্প্রতি গোটা দেশ জুরা মেগা রিক্রুটমেন্ট করতে চলেছে ভারতীয় জীবন বিমা সংস্থা এল আই সি । গত কয়েক দিন আগেই এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিতহয়েছে ভারতীয় জীবন বিমা সংস্থা মারফৎ । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । এ ক্ষেত্রে মাসিক বেতন যেমন লক্ষ টাকার ওপর তেমনি গুরুত্বপূর্ণ পদে চাকরির সুবাদে আরও সরকারি সুবিধা মিলবে পুরো দস্তুর । আবেদন অ নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় তথ্য জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
শূন্যপদের বিবরণ –
পদের নাম – অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (ASSISTANT ADMINISTRATIVE OFFICER)
শূন্যপদ – ৩০০ (উল্লেখিত শূন্য পদের মধ্যে তপশিলি জাতীর জন্য ৫০ টি , তপশিলি উপজাতির জন্য ২৭ টি ও বিসি প্রার্থীদের জন্য ৮৪ টি এবং ২৭ টি পদ অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে যে কোনও শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে ।
মাসিক বেতন –
এক্ষেত্রে নিয়োগ হওয়া কর্মীকে মাসিক বেতন হিসাবে ৯২,৮৭০ টাকা দেওয়া হবে । তবে মাসিক বেতনের সঙ্গে নিযুক্ত কর্মীকে স্বাস্থ্য বিমা , দুর্ঘটনা বিমা , গাড়ি ক্রয়ের জন্য ঋণের ব্যবস্থা , ফুড অ্যা লাউন্স , নতুন মোবাইল সেট এবং প্রতি মাসে তার খরচ সহ আরও একাধিক সুবিধা প্রদান করা হবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষা হবে দুটি ধাপে। প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা । লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । তার পর রয়েছে স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ মেডিক্যাল । এরপর আবেদনকারী প্রার্থীর যাবতীয় ডকুমেন্টস খুঁটিয়ে দেখে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । তবে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে এক বছরের জন্য প্রবেশন পিরিয়ডে থাকতে হবে । এ ছাড়াও পরীক্ষার আগে সকল আবেদনকারীর জন্য বিশেষ রয়েছে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে । অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই । প্রথমে আবেদনকারী প্রার্থীকে ভারতীয় জীবন বিমা সংস্থার ওয়েব ( www.licindia.in )সাইটে গিয়ে আবেদন করতে হবে । প্রথমে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রের নির্দিষ্ট কলম গুলিতে আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদনকারীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ছবি যেমন আপলোড করতে হবে তেমনি নিজের সই স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । সবশেষে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
আবেদন ফী –
এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৭০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের মাত্র ৮৫ টাকা আবেদন ফী জিএসটি (GST) সহযোগে জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । এ ছাড়াও নিযুক্ত ব্যাক্তিকে চাকরিতে যোগদানের আগে সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ এলআইসির ঘরে ৫ লক্ষ টাকার ব্যাক্তি গত বন্ড জমা করতে হবে সিকিউরিটি মানি হিসাবে ।
উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ – 31/01/2023
বিস্তারিত জানতে ক্লিক করুন – www.licindia.in/careers -এ
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #LIC #RECRUITMENT #JOB #LIFE INSURANCE CORPORATION OF INDIA