ফের পড়ুয়াদের জন্য সুখবর। সাড়া দেশের পড়ুয়াদের জন্য ন্যাশেনাল স্কলারশিপ তো ছিলই। এবার আরও এক ধাপ এগিয়ে গোটা দেশের পড়ুয়াদের উচ্চতর শিক্ষার জন্য স্কলারশিপ (SCHOLARSHIP) বা বৃত্তি প্রদানের ব্যবস্থা করল ভারতীয় জীবন বিমা (LIC) কর্পোরেশন। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের তরফ থেকে। এল আই সি (LIC) সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের যেকোনো পড়ুয়া তাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে যেতে এই বিশেষ আর্থিক সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে পারেন। LIC Scholarship 2023
এ বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, ছাত্র- ছাত্রী বিশেষ করে পড়ুয়াদের উচ্চতর শিক্ষাস্তরে উন্নিত করাই লক্ষ্য। মূলত আর্থিক দৈন দশার কবলে পড়ে দেশের বেশির ভাগ পড়ুয়া তাদের উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে পিছিয়ে পড়েন। এবার আর্থিক ভাবে পিছিয়ে পড়া ওই সকল শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এলআইসি সুত্রে পাওয়া তথ্য অনুযায়ী মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর স্নাতকোত্তর পর্যন্ত সকল ছাত্র- ছাত্রীদের পড়াশোনায় যাতে আর্থিক অক্ষমতার জেরে কোনও ছেদ না পড়ে তার জন্যই এই এককালীন সুবিধা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এল আই সি মারফৎ প্রদত্ত এই স্কলারশিপের নাম বিদ্যাধান (LIC HFL Vidyadhan Scholarship) স্কলারশিপ ।
তাহলে এবার চট পট জেনে নেওয়া যাক এই আর্থিক সুবিধা কারা পাবেন ?
এ বিষয়ে এল আই সির (LIC) তরফে জানানো হয়েছে,
১) যে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক শেষে টেকনিক্যাল অর্থাৎ কারিগরি বিদ্যায় পারদর্শী হতে চাইছেন তাদের ওই পড়াশোনার খরচ জোগাতে পাশাপাশি স্নাতকোত্তর (PG) পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে তাদের বছরে এককালীন ২০ হাজার টাকা দেওয়া হবে। এই টাকা ওই পড়ুয়ারা তাদের টিউশন ফী বাবদ কাজে লাগাতে পারবেন।
২) এ ছাড়াও দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ দের জন্য ১৫ হাজার টাকা এবং মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এল আই সির বিদ্যাধান স্কলার শিপের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করা হয় । পাশাপাশি যে সকল পড়ুয়াদের দৃষ্টিহীনতা এবং শ্রবণ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও টাকা দেওয়া হবে। যাতে ওই সকল প্রতিবন্ধী পড়ুয়ারা তাদের প্রয়োজনীয় আনুসাঙ্গিক সরঞ্জাম ক্রয় করতে পারেন। এক্ষেত্রে শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে অক্ষম এবং সক্ষম সকল পড়ুয়ারা তাদের উচ্চতর শিক্ষা বিশেষ করে কারগরি অর্থাৎ টেকনিক্যাল বিষয়ে বিদ্যা অর্জনে পড়াশোনার খরচ বাবদ এই আর্থিক সুবিধা পাবেন।
এই আর্থিক সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন ?
এ বিষয়ে এল আই সির (LIC) ওয়েব (www.lic.housing.com) সাইটে গিয়ে আবেদনকারী ছাত্র- ছাত্রীকে অনলাইনে আবেদন করতে হবে।
প্রথমে আবেদন পত্রটি ডাউন লোড করে তারপ ওই আবেদন পত্রে আবেদনকারীকে তার নিজের সম্বন্ধে যাবতীয় তথ্য দিতে হবে। আবেদন পত্রটি পূরণের করে তা সাবমিট করতে হবে।
আবেদনকারীর যোগ্যতা এবং আবেদনের শর্তাবলী—
1. এক্ষেত্রে আবেদনকারী ছাত্র-ছাত্রীকে ভারতীয় নাগরিক হতে হবে ।
2. আবেদনকারী প্রার্থীকে পূর্বের বা আগের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
3. এ ক্ষেত্রে ওই শিক্ষার্থী যদি অন্য কোনও বৃত্তি প্রাপক হন তাহলে তিনি আবেদনের যোগ্য নন।
4. আবেদনকারীর পারিবারিক আয় হতে হবে বার্ষিক ৩ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে।
আবেদনের সময় সীমা – এক্ষেত্রে আবেদন করতে হবে বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ প্রতি বছর জুন মাসে ।
Written by- Somnath Pal.
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG- #LIC #SCHOLARSHIP #STUDENT #BIDYADHAN #PG