ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে(GOVT JOB) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে জেলা ভিত্তিক মিড (mid-day meal programme)ডে মিল কর্মসূচীতে কর্মী(RECRUITMENT) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট জেলা মারফৎ ‘মিড ডে মিল’ (MID -DAY MEAL)কাজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে রাজ্যের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। নিয়োগের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে । এবার আসুন সংক্ষিপ্ত আকারে এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – G/732/SDO/BGN/Emp Dated – 19/04/2023
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. গোটা রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২. এক্ষেত্রে অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদন পত্রের ফর্ম পূরণ করে আবেদনকারী প্রার্থীকে সরাসরি ইন্টারভিউয়ের সময় আবেদনপত্র সকল ডকুমেন্টস সহযোগে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে জমা করতে হবে ।
৩.প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
a. নিজের নাম——–
b. বাবার নাম———
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা——-
d. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স———
e. মোবাইল নম্বর ——————–
d. শিক্ষাগত যোগ্যতা————-
e.প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা———-
ইত্যাদি উল্লেখ করতে হবে।
পাশাপাশি প্রার্থীর কম্পিউটারের কাজে অভিজ্ঞতা আছে কি না তাও আবেদন ফর্মে উল্লেখ করতে হবে।
এছাড়াও আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তাঁর পূর্বের কর্মস্থলের পদ সহ যাবতীয় বিবরণ এবং পেনশনের নথিপত্র উল্লেখ করতে হবে ।
পাশাপাশি আবেদন ফর্মের একেবারে ডান দিকে আবেদনকারী প্রার্থীর একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।
সব শেষে আবেদন ফর্মের একেবারে নিচে প্রার্থীর নিজের সই করে তা খাম বন্দি করে সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট সাবডিভিশন অফিসে সরাসরি ইন্টারভিউয়ের দিন জমা করতে হবে ।
বয়স–
আবেদনকারীর প্রার্থীর বয়স কোনও মতেই ৬৪ বছরের উর্ধ্বে হলে চলবে না। এ ক্ষেত্রে আবেদকারি প্রার্থীকে বয়সের পরিমাপ ২০-০৪-২০২৩ এর হিসাবে করে নিতে হবে।
আবেদন ফর্মের সঙ্গে প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি জমা করতে হবে সেগুলি হল,
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. পূর্বের কর্মস্থলের ও পেনশনের যাবতীয় নথিপত্র
এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণেষ
১) পদের নাম – ‘ সহকারী হিসাবরক্ষক ‘ (ASSISTANT ACCOUNTANT)
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর মারফৎ প্রতিমাসে 11000 টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে কোনও সরকারি প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
২) পদের নাম – ‘ মহকুমা স্তরে নোডাল স্টাফ ‘ (Subdivisional Level Nodal Staff)
শূন্য পদের সংখ্যা- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতর মারফৎ প্রতিমাসে 10000 টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে কোনও সরকারি প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
কাজের ধরণ ও নিয়োগকারী সংস্থা –
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে মিড- ডে-মিল (Mid-Day-Meal- CMDMP)প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ব্লক এবং পুরসভায় নিয়োগ করা হবে । তবে সম্পূর্ণ এই নিয়োগটি চুক্তি( contractual job) ভিত্তিক
নিয়োগের স্থান –
উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগণা জেলার নির্দিষ্ট সাবডিভিশনের অধীনে সংশ্লিষ্ট পুরসভার / ব্লকের মিড-ডে-মিল সেন্টার গুলিতে।
সরাসরি ইন্টারভিউয়ের স্থান এবং সময় (Walk in Interview )
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে চলতি এপ্রিল মাসের ২৬ তারিখ সকল ডকুমেন্টস সহযোগে সরাসরি ইন্টারভিউ এবং জমা দেওয়া নথিপত্র ভিরেফিকেশন জন্য সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে ।
Date of interview– 26/04/2023 at 10.00 am to 12.00 Noon .
Place of Interview – Subdivisional Office , Bongaon , North 24 parganas .
চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন bonodhara.com – এ
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG- #WB JOB #GOVT JOB #MID -DAY MEAL #ACCOUNT #CMDMP #NODAL STAFF