জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্যের বহু পদে চাকরি, জেলায় পোস্টিং – National Health Mission Recruitment 2023

 

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে সুযোগ দেওয়া হবে। ছেলে ও মেয়ে সকলের জন্য পদ রয়েছে যেখানে তারা আবেদন জানাতে পারবেন। জেলার স্বাস্থ্য মিশনের অধীনে স্বাস্থ্য কেন্দ্র গুলিতে সংশ্লিষ্ট পদ গুলি পূরণ করা হবে। যে সমস্ত চাকরি প্রার্থী জাতীয় স্বাস্থ্য মিশনের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। National Health Mission Recruitment

আবেদন পদ্ধতি (Application Process) : জাতীয় স্বাস্থ্য মিশনের স্বাস্থ্য কেন্দ্র গুলিতে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে। অনলাইন আবেদন করতে জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস সহ পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার সাথে রাখতে হবে এবং অবশ্যই আবেদন ফী জমার দেওয়া মাধ্যম যেমন Credit Card /Debit Card /Net Banking মাধ্যম সাথে রাখতে হবে।

আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থী জাতীয় স্বাস্থ্য মিশনের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তাদের আবেদন ফী হিসেবে 100 টাকা জমা করতে হবে এবং যারা বিভিন্ন রিজার্ভ জাতির মধ্যে পড়ে তাদের জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে। আবেদন ফী শুধু অনলাইন মাধ্যমে জমা করতে পারবেন।

জরুরি ডকুমেন্টস সমূহ :
1. বয়সের প্রমাণ পত্র
2. যোগ্যতার ডকুমেন্টস সমূহ
3. পাসপোর্ট সাইজের ছবি
4. সাদা কাগজে সিগনেচার
5. আধার বা ভোটার কার্ড
6. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)
7. অন্যান্য

নিয়োগ প্রক্রিয়া ( Recruitment Procedure) : আবেদনকারী প্রার্থীদের এক্ষেত্রে নিয়োগ করা হবে মূলত প্রথমে লিখিত পরীক্ষা (Written Exam) ও পরে ইন্টারভিউ (Interview) এর মাধ্যমে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সম্পর্কে যাবতীয় আপডেট অফিসিয়াল ওয়েবসাইট জানিয়ে দেওয়া হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

পদ সমূহ :
1.ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
2. মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার
3. ল্যাব টেকনিশিয়ান
4. ফার্মাসিস্ট
5. জিডিএমও
6. স্টাফ নার্স
7. অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট
8. মেডিকেল অফিসার

যোগ্যতা সমূহ : উপরে উল্লেখিত 8 ধরনের পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকতে হবে। মূল নোটিশে বিস্তারিত ভাবে আলোচনা করা রয়েছে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।

বয়সসীমা : এক্ষেত্রে ভিন্ন পদের জন্য বয়সসীমাও ভিন্ন ভিন্ন। জিডিএমও ও মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে 67 বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

মাসিক বেতন : উপরোক্ত পদ গুলিতে নিযুক্ত হলে মাসিক বেতন শুরু হবে 18 হাজার থেকে এবং সর্বাধিক মাসিক বেতন দেওয়া হবে 60 বছরের মধ্যে।

আবেদনের তারিখ : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন 4 অক্টোবর পর্যন্ত। 

 

Official Notice Download 

Online Apply Link 

Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now

 

“জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্যের বহু পদে চাকরি, জেলায় পোস্টিং – National Health Mission Recruitment 2023”-এ 1-টি মন্তব্য

  1. নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬

    জবাব

মন্তব্য করুন