পশ্চিমবঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশন ফের প্রচুর চাকরি, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন -WB Health Mission Recruitment

ফের পশ্চিমবঙ্গে জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সকল জেলা থেকে চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন। ছেলে মেয়ে উভয় এই পদে আবেদন জানাতে পারবেন। 18 থেকে 40 সকল বয়সসী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা আবেদন করার পূর্বে অবশই শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB National Health Mission Recruitment

 

কী কী পদে নিয়োগ করা হবে :

1.S.T. Supervisor

2.S.T.L. Supervisor

3.Clinical Psychologist /Psychologist

4.Psychiatric Nurse

5.Community Nurse

6.Opthalmic Assistant

7.Block Data Manager

8.Staff Nurse

9.Dental Hygienist

 

যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ /গ্রেজুয়েট পাশ / মাস্টার্স ডিগ্রী /ডিপ্লোমা /B.SC /M.SC / GNM ইত্যাদি যোগ্যতার যে কোনো একটি থাকলে আবেদন করতে পারবেন।

 

বয়সসীমা : বয়সসীমা বিভিন্ন পদের জন্য বিভিন্ন। তবে নূন্যতম 18 বছর থেকে 40 বছর অবধি আপনার বয়স হতে হবে। তবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।

 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন বিভিন্ন পদের জন্য বিভিন্ন। কিন্তু নূন্যতম পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 18 হাজার এবং সর্বাধিক পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে 28 হাজার টাকা।

 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যম অবলম্বন করে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে।

জরুরি ডকুমেন্টস গুলি কী কী :

1. বয়সের প্রমাণ পত্র

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস

3. পাসপোর্ট সাইজের ছবি

4. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)

5. আধার বা ভোটার কার্ড

6. অভিজ্ঞতা ( যদি প্রযোজ্য হয়)

7. অন্যান্য

আবেদন ফী : এক্ষেত্রে আবেদন ফী হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 100 টাকা এবং এসসি ও এসটিদের জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে। Favour Of -DH and FWS, Alipurduar, Non NHM Account.

নিয়োগ প্রক্রিয়া : একাডেমিক স্কোর, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পত্র জমা করার শেষ তারিখ : এক্ষেত্রে 27 সেপ্টেম্বর 2023 পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক করবেন –

অফিসিয়াল নোটিশ  ডাউনলোড লিঙ্ক 
অফিসিয়াল ওয়েবসাইট  ক্লিক করুন 

 

Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now

মন্তব্য করুন