NCERT-সংস্থায় 30 ধরনের ভিন্ন পদে চাকরির সুযোগ, যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ -Govf Job

একে তো স্বাধীনতার অমৃতমহৎ সব তারওপর অতি সম্প্রতি দেশের মাটিতে সদ্য সমাপ্ত হল জি২০ সম্মেলন । সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের পাশাপাশি আমাদের দেশও এগিয়ে চলেছে শিক্ষা ও প্রযুক্তি কে হাতিয়ার করে । এর সঙ্গে পাল্লা দিয়ে কর্ম সংস্থানও চলছে জোর কদমে । স্বভাবতই চাকরি এখন হাতের মুঠোয় । অবশ্য তার জন্য থাকতে হবে উপযুক্ত যোগ্যতা । তবে সাম্প্রতিক সময়ে চাকরির বাজারের অবস্থা বেশ করুণ ।  আসলে বিগত কয়েক বছরের আর্থিক খরা কাটিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ চলতি বছরের শুরু থেকে রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য। বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT) নিয়োগ হতে চলেছে ন্যাশেনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং – ইন্সটিটিউটে ।    সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে এন সি ই আর টি অধীনে গোটা দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ।  এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়।  এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

Advertisement No – NO:- 11-4/2019-20/E.II(R-II)/Rectt(D)

আবেদন পদ্ধতি- 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট সংস্থার (www.ncert.nic.in ) ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। 

৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, 

স্থায়ী বাসস্থানের ঠিকানা, 

বয়স, 

শিক্ষাগত যোগ্যতা, 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ 

নিজের ইমেল আইডি এবং 

ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।

৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

নিয়োগ পদ্ধতি

নিয়োগের ক্ষেত্রে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরিক্ষার জন্য । তারপর ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের পর  সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। তবে কিছু কিছু পদের ক্ষেত্রে শুধু মাত্র ইন্টার্ভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা করা হবে । 

এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে—

এক্ষেত্রে মোট ৬৫ টি বিভাগে মোট ৩৪৭ টি শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । যে যে বিভাগ গুলিতে শূন্য পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

১)  সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ‘ (Superintendent Engineer) – 

শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে এম টেক অথবা বি টেক ডিগ্রিধারী হতে হবে । 


২) প্রোডাকশন অফিসার (Production Officer) 

শিক্ষাগত যোগ্যতা – প্রিন্টিং টেকনোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । 


৩) এডিটর (Editor)

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে । প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 

৪) বিসনেস ম্যানেজার – (Businees Manager) 

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে এম বি এ পাশ হতে হবে।


৫) চিত্র পরিচালক (Film Director ) –

শিক্ষাগত যোগ্যতা – প্রাসঙ্গিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে। 

৬) চিত্র প্রযোজনা (Film Producer) – 

শিক্ষাগত যোগ্যতা – প্রাসঙ্গিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। 

৭) সিনিওর ইঞ্জিনিয়ার – (Senior Engineer)

শিক্ষাগত যোগ্যতা –  আবেদনকারীকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইনফরমেশন টেকনোলজি বিষয়ে এম টেক অথবা বি টেক ডিগ্রিধারী হতে হবে । 


৮) অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার (Assistant Production Officer)

শিক্ষাগত যোগ্যতা –  প্রিন্টিং টেকনোলজি বিষয়ে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ডিগ্রিধারী হতে হবে । 


৯) অ্যাসিস্ট্যান্ট  এডিটর (Assistant Editor) –

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রী ধারী হতে হবে । 

১০) অ্যাসিস্ট্যান্ট বিসনেস ম্যানেজার ( Assistant Business Manager) 

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে এম বি এ পাশ হতে হবে।


১১) আর্টিস্ট (Artist) 

শিক্ষাগত যোগ্যতা – প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 


১২) টেকনিক্যাল অফিসার (Technical Officer) 

শিক্ষাগত যোগ্যতা – মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং -এ ডিগ্রিধারী হতে হবে । 


১৩) অডিও রেডিও প্রডিউসার (Audio Radio Producer )

শিক্ষাগত যোগ্যতা – প্রাসঙ্গিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। 


১৪) সাউন্ড রেকোডিস্ট (Sound Recordist) –

শিক্ষাগত যোগ্যতা – ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং -এ ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । 


১৫) টি ভি প্রডিউসার ( TV Producer) 

শিক্ষাগত যোগ্যতা – প্রাসঙ্গিক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। 


১৬) স্টোর অফিসার ( Store Officer) –

শিক্ষাগত যোগ্যতা – আর্ত / সায়েন্স / কমার্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । 


১৭) অ্যাসিস্ট্যান্ট (Assistant) –

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে সং প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 


১৮) সিনিওর অ্যাকাউন্ট্যান্ট (Senior Accountant) 

শিক্ষাগত যোগ্যতা – বাণিজ্য শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ।  

১৯) জুনিওর অ্যাকাউন্ট্যান্ট ( Junior Accountant) 


২০) ম্যানেজার গেস্ট হাউস অ্যান্ড পি জি হস্টেল –


২১) মার্কেটিং এক্সিকিউটিভ –


২২) ক্যামেরাম্যান – 


২৩)  ফটোগ্রাফার – 


২৪) স্ক্রিপ্ট রাইটার (Script Writer) 


২৫) সেট ডিজাইনার – 


২৬) প্রুপ রিডার –


২৭) স্টোর কিপার – 


২৮) টেকনিশিয়ান – 


৩০) ফিল্ড ইনভেস্টিগেটর – 

এছাড়াও আরও বেশ কয়েক টি বিভাগে শূন্য পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.ncert.nic.in -এ 

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের শেষ তারিখ – ১৯শে মে’  অর্থাৎ 19/05/2023 

সঠিক চাকরির খবর পেতে নজর রাখুন bongodhara.com

Join Telegram Channel : Click Here

TAG – #NCERT #CENTRAL GOVT #JOB #GOVT JOB #JOB NEWS

Leave a Comment