Jio Electronic Scooter : আমরা এতদিন ধরে টেলিকম সংস্থার অন্যতম কোম্পানির হিসেবে জিও কে চিনতাম কিন্তু এবার ইভির জগতে জিওর নয়া পদক্ষেপে সাধারন মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। কেননা এ ক্ষেত্রে মাত্র এক টাকায় যেতে পারবেন দুই কিমি। এবার টিভির জগতে নয়া করে পা রাখল জিও কম্পানি। যার মাধ্যমে খুবই স্বল্প ব্যয় করে আপনি বেশি ভ্রমণ করতে পারবেন। মাত্র এক টাকার খরচ করলে আপনি এক্ষেত্রে দু কিমি পর্যন্ত যেতে পারবেন। সম্প্রতি জিওর ট্রফে এমন এক ইলেকট্রিক স্কুটি নিয়ে আসা হচ্ছে।
এই স্কুটির সুবিধা সমূহ :
আমারও তো একজন মানুষের একটি স্কুটি তখনই প্রয়োজন হয় যখন সে প্রতিনিয়ত যেখানে সেখানেই যাতায়াত করে থাকে। বিশেষ করে যারা শহর অঞ্চলে বসবাস করে তাদের জন্য এই স্কুটি প্রয়োজনীয় হয়ে ওঠে। এবার সেই সমস্ত মানুষের কথা মাথায় রেখে জিও এমন একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে যার মাধ্যমে অনন্যা স্কুটার এর মত সমস্ত সুবিধা সহ এক্ষেত্রে দুজন মানুষের সিট ক্যাপাসিটি সহ আরামদায়ক সিটের ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে রয়েছে বড় ফ্লোরবোর্ড যার মাধ্যমে বাজারের অনেক জিনিস নিয়ে আসা যাবে।
স্কুটারের ফিচারস সমূহ :
এই স্কুটিতে বেশ কিছু ধরনের নতুন নতুন ফিচারসও দেওয়া হয়েছে। এই স্কুটারে ব্যবহার করা হয়েছে চার কিলোওয়া পাওয়ার ফুল মোটর যা অনেকটা শক্তিশালি হবে। শুধু তাই নয় এই স্কুটিতে রয়েছে আলাদা আলাদা মোড। এক্ষেত্রে তিন ধরনের আলাদা আলাদা মোট ব্যবহার করা হয়েছে। প্রথমে রয়েছে ইকো মর যা অনেকটা রেঞ্জ দেবে, তারপর রয়েছে সিটি মোড যা দৈনন্দিন কাজের জন্য উপযুক্ত হবে এবং এবং এরপর রয়েছে স্পোর্ট মোড যা থাকার রাস্তায় স্পিড বৃদ্ধি করবে।
[TS_Poll id=”1″]
চার্জিং ও ব্যাটারি ক্যাপাসিটি :
এক্ষেত্রে ২.৩ কিলোওয়াট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি দাবি করে মাত্র ৪.৫ ঘন্টায় চার্জে দিলে ফুল চার্জ করা যায় যা অন্যান্য কোম্পানির তুলনায় কম সময় নেই। তবে কোম্পানি আরও দাবি করে যে এক চার্জে প্রায় ১২০ কিমি যাতায়াত সম্ভব। তবে বাজারে কিছুটা কম পরিষেবা দেখা যায়। ৮০-১০০ কিমির মতো পার্ফমেন্স দিয়ে থাকে। এমনকি যদি জিও স্টেশনে যাওয়া যায় তাহলে মাত্র ২ মিনিটে ব্যটারি বদলে দেওয়া হয়।
জিও-র ইলেকট্রিক স্কুটারে আধুনিক ফিচারস সমূহ :
এক্ষেত্রে বেশ কিছু আধুনিক ফিচারস দেওয়া হয়েছে –
- টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন
- সিবিএস ব্রেকিং সিস্টেম ও অ্যান্টি স্কিড টায়ার
- ভয়েস নেভিগেশন ও জিওমার্ট ইন্টিগ্রেসন
- ৪জি কানেক্টিভিটি ও লাইফ ট্রেকিং
- এক্ষেত্রে মাত্র ৩০ পয়সায় প্রায় ১ কিমি যাতায়াত করা যাবে এমনটায় কোম্পানির দাবি
- অন্যান্য সুবিধা