PM Poshan প্রকল্পে DM অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -WB Job Recruitment

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে জেলা শাসক (DM)  অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যে পিএম পোষণ (PM Poshan) প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি লিখিত পরীক্ষা নেওয়া হবে একই ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন। WB PM Poshan Job Recruitment 

পদের নাম : সহকারী হিসাবরক্ষক পদে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী ও যোগ্য তাদের এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র বা ডকুমেন্টস জমা করতে হবে না। এক্ষেত্রে আগে আবেদন পত্র জমা করার কোনো সুবিধা দেওয়া হবে না। 

নিয়োগ প্রক্রিয়া : যারা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে চাকরি করতে আগ্রহী ও যোগ্য তাদের নিয়োগ করা হবে মূলত সরাসরি। এক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে। অর্থাৎ একই দিনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

বয়সসীমা : আবেদনকারীদের বয়স হতে হবে 63 বছরের নিচে বা তার সমান। 

মাসিক সাম্মানিক : এক্ষেত্রে প্রতি মাসে বেতন হিসেবে দেওয়া হবে 11 হাজার টাকা। 

শূন্যপদ : একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। মূলত ব্লক অফিস ও মিউনিসিপালিটি অফিসে নিয়োগ করা হবে। 

ইন্টারভিউ এর তারিখ ও সময় : সংশ্লিষ্ট পদের জন্য ইন্টারভিউ শুরু হবে 31-08-2023 তারিখ সময় সকাল 10.30 টার সময় শুরু হবে। 

ইন্টারভিউ-র দিন জরুরি ডকুমেন্টস :

1. বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি 

4.মেডিকেল ফিটনেস 

5. অভিজ্ঞতা যদি থাকে 

6. পিপিও এর কপি

উপরোক্ত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে। 

স্থান -New Conference Hall, Administrative Building, Collectorate, Paschim Mednipur. 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – 


Official Notice Download 


Official Website Link 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment