নয়াদিল্লি – কথায় বলে যোগ্যতা থাকলে ঠেকায় কে ? প্রবাদ বাক্যটি ধ্রুব সত্যি । ঠিক যেমন টি ভারতীয় ডাক বিভাগের অধিনে গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে । সম্প্রতি গোটা দেশ জুড়ে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক (GDS ) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ৪০ হাজারের ওপর । উল্লেখিত শূন্য পদ গুলি পুরনের স্বার্থে চাকরি প্রার্থীদের কাছে দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে । সেই মতো কয়েক লক্ষ আবেদন পত্র জমা পড়েছে বলে ভারতীয় ডাক বিভাগ সুত্রে খবর । আবেদন সহ গোটা নিয়োগ প্রক্রিয়ার বিষয় সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের দেওয়া হয়েছে এক নতুন শর্ত । এক্ষেত্রে চাকরি প্রার্থীরা আবেদন করলেই এই নিয়োগ প্রক্রিয়ায় যে অংশ গ্রহন করতে পারবেন এমনটা নয় । কারন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অযথা প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করতে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা নিরূপণে কর্তৃপক্ষের তরফে একটি দৃষ্টান্ত পদক্ষেপ গ্রহন করা হয়েছে ।
কি সেই পদক্ষেপ ?
এ বিষয়ে ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা নিরূপণে কার্ট অফ নম্বর অর্থাৎ আবেদনকারী প্রার্থীদের মধ্যে ক্যাটাগরি অনুযায়ী নম্বর বিশ্লেষণের ব্যবস্থা করা হয়েছে । এক্ষেত্রে Cut Off Number অনুযায়ী প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে । আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের নির্দিষ্ট ওয়েব সাইট www.indiapostgdsonline – এ তার কার্ট অফ নম্বর মিলিয়ে দেখে নিতে পারেন । । এ ক্ষেত্রে ক্যাটাগরি অনুযায়ী বিভাজিত কার্ট অফ নম্বরের মাপকাঠি গুলি হল ,
১। সাধারণ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৮৪-৯৪ শতাংশ
২। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া অর্থাৎ EWS -প্রার্থীদের জন্য ৮৩-৯০ শতাংশ
৩। তপশিলি অর্থাৎ সিডিউল্ড কাস্ট প্রার্থীদের জন্য ৭৯-৮৭ শতাংশ
৪। তপশিলি উপজাতি অর্থাৎ সিডিউল্ড ট্রাইব প্রার্থীদের জন্য ৭৮-৮৪ শতাংশ
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী তার যোগ্যতা অনুযায়ী কার্ট অফ নম্বরের শতাংশ মিলিয়ে নিয়ে সহজেই বুঝে নিতে পারবেন তিনি যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েছেন কি না । যদি ভারতীয় ডাক বিভাগ মারফত প্রদত্ত কার্ট অফ নম্বর আবেদনকারী প্রার্থী উতড়ে যান তাহলে নিশ্চিত ভাবে ওই প্রার্থী কে ভারতীয় ডাক বিভাগ মারফত ডেকে নেওয়া হবে পরবর্তী ধাপের জন্য । এমনকি আবেদনকারী প্রার্থী ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের তরফ থেকে তলবের চিঠিও পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । এরপর ভ্যাকান্সি বুঝে ওই প্রার্থী দেশের যেকোনো স্থানে ভারতীয় ডাক বিভাগের অধীনে গ্রামীণ ডাক সেবক পদে নিযুক্তির জন্য আবেদন করতে পারবেন ।
Post Office Scheme : মাত্র ৫০ টাকা আর পেয়ে যান ৫ লাখ টাকা , এখনই নাম লেখান পোস্ট অফিসের এই স্কিমে
আপনি যদি ভারতীয় ডাক বিভাগের অধীনে একজন গ্রামীণ ডাক সেবক হতে চান তাহলে আর দেরি না করে এখনই মিলিয়ে নিন কার্ট অফ নম্বরের শতাংশ । তবে এই পদে নিযুক্ত কর্মীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সরাসরি যোগাযোগ না থাকলেও নিযুক্ত কর্মী ভারতীয় ডাক বিভাগের একজন সরকারী কর্মীর অনুরুপ যাবতীয় সুযোগ সুবিধা যেমন, ছুটি থেকে বোনাস সবই পাবেন সরকারি নিয়ম মোতাবেক । পাশাপাশি এই পদে চাকরির সুবাদে নিজেকে পোস্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট পদের কর্মী হিসাবে যোগ দেওয়া ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিতে পারবেন খুব সহজে ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #POST OFFICE #RECRUITMENT #JOB NEWS #CUT OFF #GRAMIN DAK SEBOK #GDS