ডাক বিভাগে 50 হাজার শূন্যপদে চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন – Post Office Job Recruitment

চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। আপনি কী মাধ্যমিক পাশ? আপনি কী চাকরি খুঁজছেন?  তাহলে আপনার জন্য দারুণ সুসংবাদ। শুধু মাধ্যমিক পাশ যোগ্যতায় ডাক বিভাগে প্রায় 50 হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে। জানা গিয়েছে, জরুরি ভিত্তিক হিসেবে এই সমস্ত শূন্যপদ গুলি পূরণ করা হবে। ছেলে ও মেয়ে সকলে এই পদে আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। Post Office Job Recruitment 

পদের নাম : গ্রামীণ ডাক সেবক পদে ও পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হবে। 

 

শূন্যপদ সংখ্যা : এক্ষেত্রে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে প্রায় 50 হাজার। 

 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে GDS পদের জন্য 10,000- 24,470 টাকা। এবং পোস্ট মাস্টার পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 12,000 – 29,380 টাকা। 

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে গ্রামীণ ডাক সেবক পদে ছেলে ও মেয়ে শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার এর সাধারণ জ্ঞান থাকতে হবে। এছাড়াও ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য। 

 

বয়সসীমা : এক্ষেত্রে আবেদন করতে বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 

 

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এরপর রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসপোর্ট দিয়ে লগইন করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে। এরপর জরুরি ডকুমেন্টস আপলোড এবং আবেদন ফী জমা করতে হবে। সব ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করতে হবে। 

 

আবেদন ফী : যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে 100 টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে। 

 

নিয়োগ প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী আবেদন জানাবে তাদের নিয়োগ করা হবে মূলত মেরিট লিস্ট তৈরি করে ও ইন্টারভিউ নিয়ে। 

 

জরুরি ডকুমেন্টস সমূহ : 

1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতা 

3. জাতিগত সংশয় পত্র 

4. পাসপোর্ট সাইজের ছবি 

5. আধার বা ভোটার কার্ড 

6. অন্যান্য 

 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – 

Official Website  Click Here
Telegram Channel 

WhatsApp Group 

Join Now

Join Now

 

Leave a Comment