নয়াদিল্লী : কয়েক বছর যাবত থমকে থাকার পর গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য।
ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলেছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগের ইন্ডিয়া পোস্ট (India Post Payment Bank) পেমেন্ট ব্যাংকে ।। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ । নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থী কে চাকরি করতে হবে ডাক বিভাগের অধীনে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তবে নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে দেখে নিন নিচের প্রতিবেদন টি ।
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী অনলাইন(ONLINE) অফলাইন দু’তরফেই আবেদন করতে পারবেন ।
২।এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরে নির্দিষ্ট ওয়েব (www.ippbonline.com) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য পূরণ করতে হবে।
৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং
ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৫। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে এবং নিজের সই করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে পাঠাতে হবে ।
৬। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
সংশ্লিষ্ট শূন্য পদ পূরণের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের নিকট দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – To The Chief Human Resource Officer, India Post Payments Bank, 2nd Floor, Speed Post Center
Bhai Veer Singh Marg, Gol Market, New Delhi -110001
এছাড়াও অনলাইনে আবেদন পত্র সংশ্লিষ্ট মেল আইডিতে careers@ippbonline.in পাঠাতে হবে ।
শূন্য পদের বিবরণ –
পদের নাম – ‘ হিন্দি অফিসার (রাজভাষা অধিকারী) ‘
শূন্য পদ- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স সীমা – সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে ৫ বছরের জন্য রাজভাষা অধিকারী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি —
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং গ্রুপ ডিসকাশন – এর মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । নিযুক্ত কর্মীকে তিন বছরের জন্য সংশ্লিষ্ট সংস্থার অধীনে কাজ করতে হবে । তবে নিযুক্ত কর্মীর কাজের দক্ষতা যাচাই এবং মূল্যয়ন ওপর নির্ভর করে কাজের মেয়াদ ভবিষ্যতে বাড়ানো হতে পারে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে ।
উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর শেষ সময়সীমা চলতি মে’ মাসের ২৭ তারিখ অর্থাৎ 27/05/2023
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.ippbonline.com
চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র নজর রাখুন bongodhara.com-এ
written by- Somnath Pal.
Official Notice : Click Here
Join Telegram Channel : Click Here
TAG- #POSTOFFICE #INDIA POST PAYMENT BANK #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT