POST OFFICE RECRUITMENT: ডাক বিভাগে নিয়োগ, কলকাতায় চাকরির সুযোগ ।মাসিক বেতন 35400

   আপনি কি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তাহলেআর এক মুহূর্ত সময় নষ্ট না করাই ভালো।  কারণ এবার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে পাশ করা চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারি অথবা হালকা মোটর যানবাহন রক্ষনা বেক্ষন সহ টেকনিক্যাল ক্যাটাগরির দক্ষতা সম্পন্ন প্রার্থীদের কর্মী হিসাবে নিয়োগ করা হবে ভারতীয় ডাক বিভাগ বা পোস্টাল(INDIAN POSTAL SERVICE) সার্ভিসে। বেকার চাকরি প্রার্থীদের কাছে এই নিয়োগ স্বভাবতই খুশির খবর। সম্প্রতি এই মর্মে কর্মী (RECRUIT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ রাজ্যের মুখ্য পোস্টাল আধিকারিকের দফতর মারফৎ। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও (GOVT JOB) প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে কলকাতার মেইল মোটর সার্ভিসের ডাক বিভাগের অধীনে।  এক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরি কাঠামোর নিয়মানুযায়ী। তাহলে আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও – MMG/241/TS 

এবার জানবো উল্লেখিত পদে আবেদন পদ্ধতি সম্পর্কে— 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে(OFFLINE) ভারতীয় ডাক বিভাগ মারফৎ  আবেদন পত্র পাঠাতে হবে সংশ্লিষ্ট দফতরে।  তবে প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

আবেদন ফর্মে প্রথমে লিখতে হবে প্রার্থীর নাম, তারপর প্রার্থীর বাবার নাম, তারপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে, তারপর ক্রমান্বয়ে স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে ।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সেঁটে দিতে হবে।

সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  করে  আবেদন পত্রটি খাম বন্দি করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র ভরা ওই খামের ওপর কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা উল্লেখ করতে হবে (APPLICATION FOR THE POST OF————) 

আবেদনের ক্ষেত্রে বয়সসীমা— 

উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদন কারীর বয়স  হতে হবে ২২ থেকে ২৭ বছরের মধ্যে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রাক্তন কর্মীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে।  

এবার জেনে নেওয়া যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে-

এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে প্রথমে প্রবেশন (PROBETION)পিরিয়ডে ট্রেনিং নিতে হবে। প্রবেশন পিরিয়ডের পর যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে। এক্ষেত্রে লিখিত পরীক্ষার বালাই নেই শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।   

সংশ্লিষ্ট দফতরে আবেদন পত্র পাঠানোর সময় যে ডকুমেন্টস বা নথি গুলি পাঠাতে  হবে সেগুলি হল—

১. ভোটার ও আঁধার কার্ড -এর প্র্ত্যয়িত নকল 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্রের প্র্ত্যয়িত নকল 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্রের প্র্ত্যয়িত নকল 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্রের  প্র্ত্যয়িত নকল  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, ইত্যাদি ।

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের দুমাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা- TO THE SENIOR MANAGER, (JAG), MAIL MOTOR SERVICE, 139 BELEGHATA ROAD, KOLKATA- 700015

শুন্যপদের যাবতীয় বিবরণে—

পদের নাম-‘ টেকনিক্যাল সুপারভাইজার ( TECHNICAL SUPERVISOR)

শুন্য পদ- ১ টি

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী ৩৫,৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত।  

শিক্ষাগত ও অন্যান্য  বিশেষ যোগ্যতা– আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। ভারি অথবা হালকা যানবাহন রক্ষণাবেক্ষণের দক্ষতা থাকার পাশাপাশি উৎপাদন ভিত্তিক কাজে অভিজ্ঞতা এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি/ ডিপ্লোমা থাকতে হবে। 

Official Notification : Download


Official Website :www.indiapost.gov.in

বেকার কর্ম প্রার্থীদের চাকরির খবর এবং সরকারি বিভিন্ন জনমুখি প্রকল্প সম্পর্কে অবগত করাই আমাদের একমাত্র লক্ষ্য। চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন Bongodhara.com – এ 

More Job News : Click Here


Telegram Channel Link : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT#POST OFFICE

Leave a Comment