নয়াদিল্লী : যুগ বদলাচ্ছে ক্রমশ বদলে যাচ্ছে সময় । যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় ডাক বিভাগও তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে দেশবাসীকে পরিষেবা দিতে তৎপর । সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে ভারতীয় (Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই। কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা।
তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে ডাক বিভাগের মাধ্যমে চিঠি পত্র ও বিভিন্ন সামগ্রী আদান প্রদানের পাশাপাশি একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট (Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ভারতীয় ডাক বিভাগ। সাম্প্রতিক সময়ে সরকারি একাধিক স্কিম হোক কিংবা একাধিক আর্থিক প্রকল্প ব্যাঙ্কের পাশাপাশি ভারতীয় ডাক বিভাগেও সমান ভাবে উপলব্ধ । তবে শুধু সরকারি প্রকল্প থাকলেই তো চলবে না । সরকারি একাধিক আর্থিক প্রকল্পের সঠিক বাস্তবায়নে যুগের সঙ্গে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে ক্রমশ এগিয়ে চলেছে ভারতীয় ডাক বিভাগ । সেই কারণেই ভারতীয় ডাক বিভাগেও সমান ভাবে সমাদৃত তথ্য প্রযুক্তি তে অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা ।
এবার তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞতা সম্পন্নদের জন্য নতুন বছরের শুরুতেই বিরাট সুখবর। একটি কিংবা দুটি নয় পোস্ট অফিসের তথ্য প্রযুক্তি বিভাগে বেশ কয়েকটি পদে কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের (MINISTRY OF COMMUNICATION) অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিস।। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ কড়া দেশের একাধিক রাজ্যে অবস্থিত ভারতীয়(INDIAN POST OFFICE) ডাক বিভাগে একাধিক আঞ্চলিক অফিসে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
কীভাবে আবেদন করবেন জেনেনিন :
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই(ONLINE) আবেদন করতে হবে।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) করে তা আবেদন পত্রটি নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট দফতরের মেইল আই ডি তে পাঠাতে হবে ।
৮। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা – careers@ippboonline.in
সংশ্লিষ্ট চাকরির শূন্য পদ পূরণের ক্ষেত্রে অতি দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছে।
নিচে শূন্যপদ সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল —
এক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের অধীনে দেশের একাধিক রাজ্যে অবস্থিত পোস্ট অফিস গুলিতে তথ্য (INFORMATION & TECHNOLOGY) প্রযুক্তি আধিকারিক হিসাবে কাজ করতে হবে । এক্ষেত্রে মোট পাঁচটি পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে , যেমন
১) জুনিওর অ্যাসোসিয়েট ( JUNIOR ASSOCIATE)
২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ASSISTANT MANAGER)
৩) ম্যানেজার (MANAGER )
৪) সিনিওর ম্যানেজার (SENIOR MANAGER)
৫) চিফ ম্যানেজার (CHIEF MANAGER)
শূন্যপদের সংখ্যা – উল্লেখিত বিভাগ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা ৪১ টি
বয়স সীমা – উল্লেখিত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে ( তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে )
শিক্ষাগত যোগ্যতা – উল্লেখিত পদ গুলিতে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় স্নাতক হতে হবে । পাশাপাশি তথ্য প্রযুক্তি অথবা বি সি এ / এম সি এ ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতার পাশাপাশি দক্ষ এবং পারদর্শী হতে হবে ।
মাসিক বেতন – এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে প্রতি মাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে ।
সব শেষে আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে—
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং কম্পিউটার অনলাইন টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস – আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে । যেমন,
আঁধার কার্ড
ভোটার কার্ড ,
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
বয়সের প্রমাণ পত্র
প্রসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণ পত্র
পাসপোর্ট সাইজের ছবি ,ইত্যাদি
আবেদনের শেষ তারিখ ২৮ শে ফেব্রুয়ারি অর্থাৎ 28/02/2023
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – careers@ippboonline.in -এ
চট জলদি চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র চোখ রাখুন bongodhara.com এ ।
Official Notice : Download
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #POST OFFICE #INDIAN POST OFFICE #JOB #GOVT NEWS #GOVT JOB #RECRUITMENT