কথায় বলে খেয়ে দেয়ে থাকে ধন তারে কয় উপার্জন । অন্ন-বস্ত্র-বাসস্থান এগুলি মানব জীবনের দৈনন্দিন চাহিদা ছাড়া কিছুই নয় । কিন্তু তার পাশাপাশি অনেক মানুষই সখের বশে কিংবা পেশার তাগিদে ঘুরে বেড়ান অকছর । বছর ভর দু’এক্তা ট্যুর অর্থাৎ ঘুরে বেড়ানোর কথা উঠলে অনেকেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন । তার ওপর ট্রেনে করে ভ্রমন হলে তো আর কথায় নেই । ঝামেলা ঝক্কি যেমন কম তেমনি নিরাপদে ভ্রমন স্থলে যেতে ভারতীয় রেল (INDIAN RAIL) ব্যবস্থার জুড়ি মেলা ভার । তবে এই দায় দায়িত্ব টি সম্পূর্ণ ভাবে ন্যাস্ত রয়েছে ভারতীয় রেলের ক্যাটারিং অ্যান্ড (IRCTC) ট্যুরিজম ডিপার্ট মেন্টের ওপর । কিন্তু শুধু দফতর অরতাত আলাদা বিভাগ থাকলেই তো চলবে না । দফতরের কাজ পরিচালনার জন্য প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর । তাই চুক্তি হোক কিংবা স্থায়ী ইন্ডিয়ান রেলের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম বিভাগে কর্মী নিয়োগ চলছে বহুকাল আগে থেকেই । নিয়ম মাফিক ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়া যে বেকার চাকরি প্রার্থীদের কাছে যে কর্ম সংস্থানের নতুন দিশা অ্যা বলাই বাহুল্য । ফের আইআরসিটিসির অর্থাৎ ইন্ডিয়ান রেলের ক্যাতারিং অ্যান্ড ট্যুরিজম দফতরের হাত ধরে কাজের সুযোগ কর্ম প্রার্থীদের সামনে ।
সম্প্রতি এই মর্মে গত কয়েকদিন আগে ভারতীয় রেলের পূর্ব শাখা (EAST ZONE) মুখ্য কার্যালয় মারফৎ কর্মী (RECRUITMENT)নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় (INDIAN RAILWAY)রেলের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম দফতরের একাধিক বিভাগে সরাসরি নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন সফল এবং যোগ্য প্রার্থীরা । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হলেও নিযুক্ত করিমা মাসে মাসে মোটা অঙ্কের আকর্ষণীয় বেতন যেমন পাবেন তেমনি রয়েছে একাধি সরকারি সুযোগ সুবিধা । এবার তাহলে আসুন দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 2023/IRCTC/HRD/EZ/Rectt-I/Tourism Monitors Dated – 22-03-2023
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে—
ভারতীয় রেল মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২. এক্ষেত্রে আলাদাভাবে আবেদনের প্রয়োজন নেই ।
৩. প্রথমে আবেদনকারীকে আবেদন ফর্মটি ভারতীয় রেলের ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম দফতরের নির্দিষ্ট ওয়েবসাইট (www.irctc.com ) থেকে ডাউনলোড করে তার একটি প্রিন্ট কপি নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
আবেদন কারীকে তার
নিজের নাম——————————
আবেদনকারীর পিতার নাম ——————–
জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—-
লিঙ্গ————————————-
বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———-
শিক্ষাগত যোগ্যতা————————-
প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————
আঁধার কার্ড নম্বর —————————–
মোবাইল নম্বর ——————————–
ইমেল আই ডি —————————–
জাতিগত শংশাপত্র ————————-
সবশেষে আবেদনকারীকে উক্ত আবেদন পত্রে নিজের সই করে ছবি সাঁটিয়ে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সরাসরি ইন্টারভিউ-র জন্য সংশ্লিষ্ট স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে ।
সরাসরি ইন্টারভিউ-র স্থান এবং সময় –
Place of Interview – Hotel Polo Floatel , 9 Jetty , 10 Stand Road , B.B.D. Bag , Kolkata – 700001 .
Date and Time of Interview – 05/04/2023 – 06/04/2023 10.30 a.m.
এবার দেখে নেব কোন পদ বা বিভাগের জন্য আবেদন চাওয়া হয়েছে—
পদের নাম – ‘ ট্যুরিজম মনিটরস ‘ (Tourism Monitors)
শূন্য পদ- উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৮ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে ভারতীয় রেলের পক্ষ থেকে প্রতিমাসে ৩০,০০০ টাকা বেতন দেওয়া হবে । এর পাশাপাশি ওভার টাইম অর্থাৎ অতিরিক্ত সময় কাজের জন্য ৩৫০ টাকা , লোডিং চার্জ বাবদ ২৪০ টাকা , ছুটির দিন ন্যাশেনাল হলি’ডে বাবদ ৩৮৪ টাকা এবং বিমা এবং চিকিৎসা বাবদ প্রতিমাসে ৮০০ টাকা দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্যুরিজম বিষয় নিয়ে তিন বছর মেয়াদের ব্যাচেলর ডিগ্রী কোর্স পাশ হতে হবে । তৎসহ ট্যুরিজম এবং ট্র্যাভেল ম্যানেজমেন্ট বিষয়ে ১ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা—
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
এ ক্ষেত্রে তপশীলি জাতী, তপশীলি উপজাতীর প্রার্থীদের ৫ বছর, ওবিসি প্রার্থীদের ৩ বছর এবং অন্যান্য সংরক্ষিত সনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের প্রাসঙ্গিক বিষয়ের ওপর পরীক্ষা দেওয়ার/ ভেরিফিকেশনের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল—
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি,
০৭. প্রার্থীর শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি
নিয়োগ পদ্ধতি —
নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতা প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতার সবশেষে আবেদনকারী প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন। সবশেষে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেলের পূর্ব (East Zone) শাখায় ।
কর্ম প্রার্থীদের চাকরির সঠিক খবর দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। চাকরির খবরের আপডেট পেতে নজর রাখুন www. bongodhara.com – এ
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
TAG -#INDIAN RAIL #IRCTC #RAIL JOB #RRB #GOVT JOB #CONTRACTUAL