Railway Recruitment : রেলে চাকরির বিরাট সুযোগ, চটপট আবেদন করুন, রইল বিস্তারিত

চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার একাধিক পদে কর্মী নেবে ভারতীয়(INDIAN RAIL) রেল। এই মর্মে গত কয়েকদিন আগে ভারতীয় রেল (Ministry of Railway) মন্ত্রকের তরফেনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নিযুক্ত কর্মীদের জন্য রয়েছে আকর্ষণীয় বেতন । নিচের প্রতিবেদন টি পড়ে নিয়ে চটপট আবেদন সেরে ফেলুন ।  

ভারতীয় রেল মন্ত্রক মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। অফলাইনে আবেদন করতে হবে। প্রথমে ভারতীয় রেলের  ওয়েবসাইট (www.rrcer.com)  থেকে ডাউনলোড করে নিতে হবে। এরপর ওই আবেদন পত্র টি পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে যথাযোগ্য ঠিকানায় পাঠাতে হবে । 

শূন্য পদ – 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, 

পদের নাম –  অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার (Assistant Programmer)

মোট শূন্য পদের সংখ্যা ৪ টি 

বয়স

আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে ৫৬ বছরের মধ্যে । 

যোগ্যতা – 

শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদন কারি স্বীকৃত বিশ্ব বিদালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এছাড়াও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.ই./বি.টেক (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রী থাকতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ের ওপর  কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল বা বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান বা পাবলিক সেক্টরের উদ্যোগ বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  

আবেদন পত্রের সঙ্গে নিম্ন লিখিত ডকুমেন্টের প্রত্যয়িত নকল অবশ্যই পাঠাতে হবে । যেমন

১. ভোটার ও আঁধার কার্ড

২. বাসস্থানের প্রমান পত্র 

৩. বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র   

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রাসঙ্গিক বিষয়ের ওপর টেস্ট দিতে হবে । পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে শারীরিক পরীক্ষার জন্য, সব শেষে আবেদনকারী প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশনের পর চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

নিয়োগের স্থান

চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে ভারতীয় রেল মন্ত্রকের নয়াদিল্লীর অফিসে     

এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে । নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 02/06/2023 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.rrcer.com) -এ 

আবেদন পত্র প্রেরণের ঠিকানা – To The Deputy Secretary, Room No. 110-C, Rail Bhawan, Raisina Road, New Delhi- 110001।

সব চাকরির সব খবর , সবার আগে পেতে নজর রাখুন bongodhara.com– এ  

written by- Somnath Pal. 

Official Notice : Download 

TAG – #INDIAN RAIL #RAIL #GOVT JOB #JOB NEWS

Leave a Comment