SBI ব্যাংকে শতাধিক পদে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন -Bank Job Recruitment

এবার গোটা দেশ জুড়ে বেশ কয়েক টি পদে আধিকারিক নিচ্ছে স্টেট ব্যাঙ্ক  (SBI)অব ইন্ডিয়া। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ব্যাঙ্কের মুখ্য আঞ্চলিক শাখার তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একাধিক শাখায়। এক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন । আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে চটপট চোখ বুলিয়া নিন নিচের প্রতিবেদন টিতে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ ADVERTISEMENT NO: CRPD/RS/2023-24/02     Dated – 01/04/2023

প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে— 

সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে।  এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে স্টেট(SBI) ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ওয়েব সাইটে (www.bank.sbi/careers ) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করতে হবে। তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।  

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন পত্র পূরণ সহ যাবতীয় নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে । যেমন , 

১. ভোটার ও আঁধার কার্ড 

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান, 

৬. পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি ।

নিয়োগ পদ্ধতি – 

উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীর যোগ্যতা অনুযায়ী আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টার্ভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য । সব শেষে আবেদনকারীর জমা করা নথি পত্রের ভেরি ফিকেশন করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে স্টেট (SBI )ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।

এবার আসি শূন্যপদ সম্পর্কে—

এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মোট তিনটি গুরুত্বপূর্ণ বিভাগে শূন্যপদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । তবে মোট শূন্যপদের সংখ্যা কয়েকশো। যে যে শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল , 

১) পদের নাম – চ্যানেল ম্যানেজার ফেসিলিটেটর ‘ ( Channel Manager Facilitator)

শূন্যপদ – উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৮২১ টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে। 

যোগ্যতা– 

আবেদনকারীকে অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে ।  তৎসহ প্রাসঙ্গিক কাজের ওপর  অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন –

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে প্রতিমাসে ৩৬ হাজার টাকা বেতনের পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে ।  


২) পদের নাম – চ্যানেল ম্যানেজার সুপারভাইজর ‘ ( Channel Manager Supervisor) 

শূন্যপদ – উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১৭২ টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে। 

যোগ্যতা– 

আবেদনকারীকে অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে ।  তৎসহ প্রাসঙ্গিক কাজের ওপর  অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে প্রতিমাসে ৪১ হাজার টাকা বেতনের পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে ।  

৩) পদের নাম – সাপোর্ট অফিসার ‘ ( Support Officer) 

শূন্যপদ – উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৩৮ টি

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৩ বছরের মধ্যে। 

যোগ্যতা– 

আবেদনকারীকে অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে ।  তৎসহ প্রাসঙ্গিক কাজের ওপর  অভিজ্ঞতা থাকতে হবে । 

মাসিক বেতন –

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফ থেকে প্রতিমাসে ৪১ হাজার টাকা বেতনের পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে ।  

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.bank.sbi/careers

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন জানানোর শেষ তারিখ 30/04/2023 

চট জলদি চাকরির খবর পেতে নজর রাখুন   Bongodhara.com – এ 

Official Notice : Download 

★Join Telegram Channel : Click Here


★More Job News : Click Here

TAG- JOB NEWS# GOVT JOB# RECRUITMENT# BANK JOB #SBI #STATE BANK OF INDIA

Leave a Comment