দেশের সর্ববৃহৎ ব্যাংক SBI ব্যাংক দিচ্ছে বিরাট উপহার। এবার এই ব্যাংক মাসিক 50 হাজারেরও বেশি আয় করার সুযোগ দিচ্ছে। আমরা সকলে জানি SBI ব্যাংকে গ্রাহক সর্বাধিক আর তাদের পরিষেবা প্রদানে অনবরত কাজ করে চলেছে। গ্রাহকদের পরিষেবা বৃদ্ধি করতে এবং আরও SBI-র সুবিধা উন্নত করতে সাধারণ মানুষের জন্য এই সুযোগ নিয়ে এসেছে যেখানে আপনারা পাবেন মাসিক ভালো আয় করার সুযোগ। State Bank Of India ATM Franchise Business
এবার SBI এর কর্তৃক এমন এক টাকা আয়ের খবর নিয়ে উপস্থিত হয়েছি যেখানে আপনারা চাকরির কথা ভুলে এই কাজে লিপ্ত হয়ে পরবেন। মাসিক কিংবা বাৎসরিক মোটা আয়ের সুযোগ দিচ্ছে SBI Bank। SBI Bank কর্তৃক সমস্ত বিস্তারিত তথ্য আলোচনা করে জানানো হয়েছে। আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
গত কিছুদিন আগে SBI Bank কর্তৃক ট্রানসাকাশন প্রক্রিয়াকে আরও মসৃণ করতে WhatsApp এর মাধ্যমে ব্যাংকিং পরিষেবা চালু করা হয়। আর এই কাজে SBI ব্যাংকের সঙ্গে কাজ করে মাসে কিংবা বছরে লক্ষাধিক টাকা আয়ের সুযোগ দিচ্ছে। এই প্লানে আয়ের সম্পর্কে আরও বিস্তারিত জানলে আপনি অবাক হবেন। কীভাবে এত আয় করা সম্ভব।
বর্তমানে SBI Bank এর অন্যতম লক্ষ্য হলো গ্রাহকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া। যার জেরে দেশের যে কোনো প্রান্তে SBI ATM Franchise দিচ্ছে। যেখানে আপনিও আপনার নিজের এলাকায় ATM Franchise নিয়ে মাসিক প্রায় 50 হাজারের বেশি আয় করতে পারেন। বছরে প্রায় 7-8 লক্ষ টাকা আয় করতে পারবেন। এবার এক্ষেত্রে কিছু শর্ত অবলম্বন করে এই সুযোগ তাড়াতাড়ি নিয়ে ফেলুন।
এক্ষেত্রে কী কী শর্ত থাকতে হবে :
1. এক্ষেত্রে ATM বসানোর জন্য কমপক্ষে 50-60 বর্গফুট জমি থাকতে হবে। ( নিজের কিংবা রেন্ট)
2. যদি অন্য কোনো ATM থাকে তাহলে সেখান থেকে দুরত্ব হতে হবে কমপক্ষে 100 মিটার ।
3. জমিটি নিচতলায় হতে হবে এবং 1 কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ সহ 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থাকতে হবে।
4. ATM মেশিনে লেনদেন হতে হবে 300 এর কাছাকাছি।
SBI ATM Franchise নিতে জরুরি ডকুমেন্টস :
1. সর্বপ্রথম পরিচয় পত্র হিসেবে ব্যাংক একাউন্ট থাকতে হবে
2. আধার বা ভোটার কার্ড থাকতে হবে।
3. রেশন কার্ড
4. জমির কাগজ বা রেন্টের কাগজ ইত্যাদি
যদি আপনার রাস্তার পাশে এমন খালি জমি পরে থাকে তাহলে আপনার জন্য এই সুযোগটি। হাতছাড়া না করে এক্ষুনি যোগাযোগ করুন SBI ATM Franchise এর সংশ্লিষ্ট বিভাগে।
Join Telegram Channel : Click Here