SDO অফিসে মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। পোস্টিং নিজের গ্রাম পঞ্চায়েতে। ASHA Reqruitment ।

 ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলার উপ বিভাগে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  জেলার SDO  অফিসে এই কর্মী নিয়োগ করা হবে কিন্তু আবেদন করতে সবাই পারবেনা, শুধু মাত্র সেই মহকুমায় বসবাস কারীরাই এই পদে আবেদন করতে পারবে। এই  পদে আবেদন করতে যোগ্যতাও খুবই নূন্যতম শুধু মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে।  নিয়োগ করা হবে আশা কর্মী পদে তাই শুধু মহিলারাই আবেদন করতে পারবে। যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পুরো খবর টি শেষ অবধি পড়বেন আরও বিস্তারিত তথ্য জানার জন্য।  নিচে শূন্য পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 

পদের নাম : আশা কর্মী (ASHA Workers) 

শূন্যপদ : মোট শূন্য পদ রয়েছে  35 টি

যোগ্যতা : আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা খুবই নূন্যতম শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা  থাকলে আবেদন করতে পারবে। 

আবেদনের যোগ্য : যেহেতু আশা কর্মী নিয়োগ করা হবে তাই শুধু মাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং তাদের হতে হবে বিবাহিত, বিবাহবিচ্ছেদ, বিধবা। 

বয়স: বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে কিন্তু সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে। 

নিয়োগের স্থান : হুগলি জেলার  চন্দননগর মহুকুমার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে। নিচে তার ছবি দেওয়া হল।  

আবেদন পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা অনুযায়ী জমা করতে হবে। 

প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। 

আবেদন পত্রের সঙ্গে কী কী জমা করতে হবে : 

1. বয়সের প্রমাণপত্র / এডমিট কার্ড

2.যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3.কাস্ট সার্টিফিকেট

4.বাসিন্দা সার্টিফিকেট

5. পাসপোর্ট সাইজের ছবি 

উপরের সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 

নিচে সমস্ত ডিভিশনের অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হল 

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন 

আবেদন ফর্ম ডাউনলোড করুন : ক্লিক করুন

প্রতিদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন 👉👉👉 https://t.me/joinchat/Vf0QwFJWRlcWqqBu

মন্তব্য করুন