চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। যারা এখনো বেকার তাদের জন্য ফের নয়া চাকরির খবর নিয়ে উপস্থিত হলাম। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে নিয়োগকারী সংস্থা। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, TET পরীক্ষা সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে শিক্ষক ও নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্য পদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।
পদের নাম : প্রাথমিক ( Primary) , টিজিটি, পিজিটি, বাংলা
শিক্ষক, শিক্ষাবিদ।
কী কী বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে : হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সংস্কৃত, সামাজিক বিজ্ঞান, পদার্থবিদ্যা,রসায়ন, জীববিদ্যা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, বাণিজ্য
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা— ১. পিজিটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ বিএড করা থাকতে হবে।
২.টিজিটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর নিয়ে বিএ সহ সিটেট পাশ করে থাকতে হবে।
৩. পিজিটি (কম্পিউটার সায়েন্স) পদের ক্ষেত্রেবিই/ বিটেক সহ পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে।
৪. প্রাইমারি শিক্ষক (Primary Teacher) পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ সহ D.El.Ed করা থাকতে হবে।
৫. কম্পিউটার ইন্সট্রাক্টর পদের ক্ষেত্রে B.E / B.Tech / BCA/MCA / M.Sc করা থাকতে হবে।
আবেদন পদ্ধতি– ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। পরে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ এর দিন কী কী ডকুমেন্টস নিয়ে উপস্থিত হবেন :
১. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৩. আধার বা ভোটার কার্ড
৪. পাসপোর্ট সাইজের ছবি
৫. কাস্ট সার্টিফিকেট
৬. অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
৭. অন্যান্য ডকুমেন্টস
ইন্টারভিউ স্থান– Kendriya Vidyalaya Sevoke Road, Salugara, Dist. – Jalpaiguri, West Bengal, ৭৩৪০০৮
ইন্টারভিউ তারিখ– ৯, ১০ মার্চ, ২০২৩
Official Notice : Download Here
Online Apply : Link
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here