Union Bank এ ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 47,920 টাকা! Bank Job Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। যাদের দীর্ঘদিনের সপ্ন ব্যাংকে চাকরি করার, এবার তাদের সপ্ন পূরণ হতে চলেছে। দেশের অন্যতম ব্যাংক Union Bank এ প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, Union Bank এ ক্লার্ক পদে নিয়োগ করা হবে। নিযুক্ত হলে বেতনও রয়েছে প্রচুর। দেশের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। যে সকল বেকার সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ রইল। Union Bank Recruitment 

পদের নাম : ক্লার্ক পদে নিয়োগ করা হবে (Union Bank Clerk Recruitment) 

কীভাবে আবেদন করতে পারবে :

এক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অনলাইন আবেদন করতে Union Bank এর অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in ভিজিট করতে হবে। এরপর Recruitment অপশনে গিয়ে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন অথবা অনলাইন আবেদন লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ তারিখ : আবেদনের শেষ তারিখ হলো 09/05/2023 পর্যন্ত। 

আবেদন ফী : আবেদন ফী হিসেবে জমা করতে হবে 850 টাকা কিন্তু এসসি, এসটি ও pwd দের জন্য আবেদন ফী হিসেবে 175 টাকা আবেদন ফী জমা করতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে মোট তিনটি ধাপে নিয়োগ করা হবে। প্রথম ধাপে স্পোর্টস প্রফিসিয়েন্সি টেস্ট, তারপর ফিল্ড ওয়ার্ক এবং শেষে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন হিসেবে দেওয়া হবে 17,900-47,920 টাকা দেওয়া হবে। 

বয়সসীমা : প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 28 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

 যোগ্যতা : এক্ষেত্রে কয়েকটি যোগ্যতা থাকতে হবে। 

 1. প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। 

 2. প্রার্থীরা অবশ্যই গ্রেজুয়েট পাশ হতে হবে। 

 3. প্রার্থীর রাজ্য /কেন্দ্র / আন্তর্জাতিক স্তরে খেলার পুরস্কার থাকতে হবে অর্থাৎ স্পোর্টস পার্সন হতে হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 


অনলাইন আবেদন : ক্লিক করুন 


Join Telegram Channel : Click Here

Leave a Comment