WB DA Update : ফের নয়া পদক্ষেপ যৌথ মঞ্চের,সরকারি কর্মীদের সিদ্ধান্তে বিরাট চাপে সরকার

 সরকারি কর্মীদের ডিএ দাবিতে একের পর এক নয়া পদক্ষেপ গ্রহণ করে থাকে। যদিও রাজ্য সরকারের তরফে ডিএ-র পরিমান ৩ শতাংশ থেকে ৬ শতাংশ করা হয়। কিন্তু এতেই খুশি নয় সরকারি কর্মীমহল। তারা গত কয়েকদিন ধরে শহীদ মিনারে ধর্না চালিয়ে যাচ্ছে। কিন্তু গত কয়েকদিন আগে থেকে সারা রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা আর তার জেরে আন্দোলনের গতিবিধি কিছুটা কমিয়ে রাখা হয়েছে। যদিও পরীক্ষার পরে আরও ভয়ংকর রূপ নিতে পারে এই আন্দোলন। WB Govt Employees DA Update 2023

এদিকে মন্থর গতিতে আন্দোলন চললেও মাঝে মাঝে নয়া নয়া পদ্ধতি অবলম্বন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীমহল। গত কাল তারা মূখ্য মন্ত্রীর কার্টুন পোস্টার করে আন্দোলন চালিয়েছে আর শুধু তাই নয়, সরকারি কর্মী যৌথ মঞ্চ আরও একটি অভিনব পদ্ধতি অবলম্বন করে আন্দোলন করেন যার নাম ‘লুটারি’। তাদের মতে যার অর্থ হচ্ছে রাজ্যে এই মুহুর্তে চলছে লুট। তাই এই লুট কে কেন্দ্র করে এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে লুটারি। 

যদিও বকেয়া মহার্ঘভাতা তথা ডিএ-র দাবিতে শহিদ মিনারে গত এক মাস ধরে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি চলছে অনশন। এদিকে তার মেয়াদ দুই সপ্তাহ পার হয়ে গিয়েছে। এদিকে ১০ মার্চ মহা ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে ২০ এবং ২১ ফেব্রুয়ারি গোটা দিনের কর্মবিরতির ডাক দিয়েছিলেন আন্দোলকারীরা। তবে এতকিছুতেও সরকারপক্ষ টলেনি। হকের ডিএ পাননি কর্মচারীরা।

মাসিক বেতন 42,000 টাকা! WBPSC-র মাধ্যমে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, রইল বিস্তারিত -WB Govt Job 

অন্যদিকে গত রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগামী কর্মসূচির ঘোষণা করেন। এদিন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে, ‘১০ মার্চ আমরা ধর্মঘটের ডাক দিয়েছি। তার আগে ৫ মার্চ আমরা শহিদ মিনারেই একটা জনসভার ডাক দিয়েছি। সেখানে আমরা রাজ্যের সরকারি কর্মীদের পাশাপাশি চাকরিপ্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনকেও আহ্বান করছি।’ 

এদিকে সরকারি কর্মীমহলের সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী কাল রোজ মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক দিয়েছেন। তবে ডিএ-র দাবিতে এই কর্মবিরতি চলবে ২৮ ফেব্রুয়ারী দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। তারা জানিয়েছে, সরকারি কর্মীদের এই কর্মবিরতির মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা ও অন্যান্য কাজের ব্যাঘাত ঘটানো যাবেনা। 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment