কলকাতা – কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , সঙ্গে রয়েছে বিশ্ব বাংলা- এগিয়ে বাংলা । গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (project) সঠিকভাবে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী (recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এবার মাসে মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে ‘এগিয়ে বাংলা ‘ (Egiye Bangla) কর্মসূচীর আওতায় গোটা রাজ্য জুড়ে কয়েক হাজার কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার । সম্প্রতি এই মর্মে রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক ভবন মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । নিযুক্ত হয়া কর্মীকে জেলা ভিত্তিক নিয়োগ করবে রাজ্য প্রশাসন । অর্থাৎ যে জেলায় যেমন প্রয়োজন সেখানে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে । রাজ্যের যেকোনো প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন । WB Govt Bangla Sahayata Kendra Recruitment 2023
আসলে সাম্প্রতিক বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের অবস্থাও বেশ করুন । এই অবস্থায় সরকারি এই উদ্যোগে বেশ কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা। চুক্তি হোক কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। এই অবস্থায় সরকারি এই বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের তা বলাই বাহুল্য। এবার আসুন এক নজরে চটপট দেখে নেওয়া যাক আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি তথ্য— প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ Memo No – 21-PAR (BSK)/BSK-57/2022 Dated – 15/03/2023
এবার জেনে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিবরণ-
পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর ‘ (Data Entry Operator)
শূন্য পদ– উল্লেখিতপদে মোট শূন্য পদের সংখ্যা 2922 টি
মাসিক বেতন–
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য সরকার মারফৎ মাসিক চুক্তির ভিত্তিতে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে । নিয়োগ প্রক্রিয়ায় সর্ব শেষ ধাপে নিযুক্ত প্রার্থীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ তা জানিয়ে দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । ( এক বছর মেয়াদ চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।)
বয়স-
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স 01-01-2023 -র হিসাবে 18 থেকে 40 এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি ডিগ্রী অথবা ডিপ্লোমা সার্টিফিকেট বা সংশাপত্র ধারী হতে হবে । এ ছাড়াও আবেদনকারী যে জেলার জন্য আবেদন করছেন উক্ত আবেদনকারীকে সেই জেলারই বাসিন্দা হতে হবে । অর্থাৎ এক জেলার প্রার্থী অন্য জেলায় গিয়ে আবেদন করতে পারবেন না । পাশাপাশি উল্লেখিত কাজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন পদ্ধতি-
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের এগিয়ে বাংলা পোর্টালে গিয়ে আবেদন করতে হবে । প্রথমে আবেদন ফর্ম ডাউনলোড করে তাঁর পর ওই ফর্মের কলম গুলি আবেদনকারী প্রার্থীকে যথাযথ ভাবে পূরণ করতে হবে । এরপর আবেদন পত্র সাবমিট করতে হবে । এক্ষেত্রে আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কলম গুলি পূরণ করতে হবে। ঠিকানা, ফোন নম্বর লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে।
নিয়োগ পদ্ধতি-
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদন কারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে দেকে নেওয়া হবে ইন্টারভিউ, এবং কম্পিউটার টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের এগিয়ে বাংলা কর্মসূচীর অধীনে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
সরকারি চাকরি হোক কিংবা জনমুখি প্রকল্প , সঠিক খবর সব সময় পেতে নজর রাখুন bongodhara.com – এ
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক
আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন
আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে
TAG – #job #contract #contractual #govt job #wb job #egiye bangla