
রাজ্য সরকারের একের পর এক নতুন প্রকল্প রাজ্যনবাসীর মুখে হাসি ফুটিয়েছে। যুবক থেকে যুবতী, মহিলা থেকে বৃদ্ধা কিংবা পুরুষ মানুষ সকলের জন্য বহু উপকারী প্রকল্পের খোজ এনেছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাস করে মহিলাদের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করে চলেছেন মাননীয়া। আজকে এমন এক প্রকল্পের কথা উল্লেখ করতে যাচ্ছি যার কাছে লক্ষীর ভান্ডার প্রকল্প হার মানবে। এখন লক্ষীর ভান্ডার অতীত, মহিলাদের জন্য রয়েছে ফের দারুণ প্রকল্প। এবার মাসে 500 বা 100 টাকা নয়, পাবেন 6000 টাকা। আসুন তাহলে আজকের প্রকল্প সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক। WB Govt New Scheme For Women
প্রথমে জেনে নেওয়া যাক এই প্রকল্পের কিছু শর্ত সমূহ :
1. প্রথমত প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের বাসিন্দা হলে আবেদন করতে পারবে না।
2. রাজ্যের শুধু মাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। কোনো পুরুষ প্রার্থী এই প্রকল্পের সুবিধা পাবে না।
3. মহিলাদের বিবাহিত বা অবিবাহিত যে কেও আবেদন করতে পারবেন।
আবেদনকারীর যোগ্যতা সমূহ :
1. যে সকল মহিলা প্রার্থী সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে আবেদন করতে পারবে না।
2. অবশ্যই মহিলাকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
3. মহিলাদের অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড থাকতে হবে।
4. মহিলাদের পারিবারিক আয় অনেক কম হতে হবে।
আবেদন প্রক্রিয়া : যে সমস্ত মহিলা প্রার্থী এই প্রকল্পের সুবিধা পেতে চাই তাদের অফলাইন মাধ্যম অবলম্বন করে আবেদন করতে হবে। এর জন্য নিকটবর্তী জিপি অফিসে বা ব্লক অফিসে গিয়ে আপনার যোগ্যতা প্রমাণ করে তারপর আবেদন পত্র নিয়ে ভালো ভাবে আবেদন পত্র পূরণ করতে হবে এবং সেই আবেদন পত্রটি সরাসরি জমা করতে হবে।
এই প্রকল্পে আবেদন করতে জরুরি ডকুমেন্টস সমূহ :
1. বয়সের প্রমাণ পত্র হিসেবে জন্ম সার্টিফিকেট
2. বাসিন্দা প্রমাণ
3. ইনকাম সার্রিফিকেট
4. পাসপোর্ট সাইজের ছবি
5. পরিচয় পত্র হিসেবে আধার বা ভোটার কার্ড
6. অন্যান্য
প্রকল্পের উদ্দেশ্য : পশ্চিমবঙ্গের বিবাহিত বা অবিবাহিত সকল মহিলা সুযোগ পাবে ঠিকই কিন্তু এই টাকা এমনি দেওয়া হবে না। সরকারের উদ্দেশ্য হলো মহিলাদের স্বনির্ভর করা তাই 6000 টাকা দিয়ে মহিলাদের বিনামূল্যে রেশম খাদি ও পল্লী সমিতির উদ্যোগে চরকায় মসলিন সুতা কাটা ও বস্তু তৈরি করার মতো হস্তশিল্পের কাজ করতে হবে। এর ফলে কর্মহীন মহিলারা স্বনির্ভর হয়ে উঠবে।
আজকের প্রতিবেদনে উল্লেখিত সংশ্লিষ্ট প্রকল্পের খবর কেবল অনলাইনে মাধ্যমে সংগ্রহ করা সংক্ষিপ্ত আকার মাত্র , আবেদন করার আগে প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে তবে আবেদন করবেন।
Telegram Channel :Join Now
WhatsApp Group: Join Now