WB Govt Recruitment: গ্রাম উন্নয়ন কর্মসূচীতে জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার , রইল বিস্তারিত

 ‘প্রধানমন্ত্রী আবাস যোজনায়’ হোক কিংবা ‘স্বচ্ছ ভারত মিশন’ অথবা রাজ্য সরকারের ‘মিশন নির্মল বাংলা’ কর্মসূচী , গোটা রাজ্য কিংবা দেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য – কেন্দ্র সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (Project) সঠিকভাবে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী ( Recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(Cotractual)  ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে কর্মী নিয়োগ করবে রাজ্য। 

বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা কাটানোর পাশাপাশি সরকারি এই উদ্যোগে বেশ কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা। চুক্তি হোক  কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। এই অবস্থায় সরকারি এই বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের তা বলাই বাহুল্য। এবার মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে রাজ্য পঞ্চায়েত ও  গ্রাম উন্নয়ন (Panchayet & Rural Development ) দফতরের অধীনে সরকারি প্রকল্পে জনস্বাস্থ্য বিষয়ে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার । সম্প্রতি এই মর্মে সংশ্লিষ্ট দফতর এবং জেলা মারফৎ এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা । তবে  কর্মী নিয়োগ করা হবে তা নির্দিষ্ট জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য— প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – Memo No – 231-232 PMYJ(G) Recruitment /JZP/23 

আবেদন পদ্ধতি-

এ ক্ষেত্রে আবেদনকারীকে অফলাইনে  আবেদন করতে হবে।  প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট জেলার যথাযোগ্য সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে । তারপর  ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । যেমন, 

প্রার্থীর নাম, 

পিতার নাম, 

বয়স , 

শিক্ষাগত যোগ্যতা, 

জাতিগত সংশাপত্র, 

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা

পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর  যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি সাঁটিয়ে এবং সবশেষে আবেদন পত্রে প্রার্থীকে তার সই (Signature) করে নির্দিষ্ট  দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্রটি সরাসরি / ডাক যোগে অথবা ইমেল মারফৎ ডকুমেন্টস বা নথিপত্র সহযোগে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

নিয়োগ প্রক্রিয়া :

এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্মগুলি শর্টলিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং কম্পিউটার  টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় সময় সূচী সম্পর্কে আবেদনকারী প্রার্থীকে তার ইমেল আই ডি তে সংশ্লিষ্ট দফতর মারফৎ সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে । 


এবার জেনে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিবরণ-

১) পদের নাম- ডাটা এন্ট্রি অপারেটর (DATA ENTRY OPERATOR) 

শূন্যপদ– ০২ টি 

মাসিক বেতন-  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতি মাসে সংশ্লিষ্ট দফতরে মারফৎ ১১,০০০ থেকে ১১,৯৯০  টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারী প্রার্থীর বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ৩৭ বছরের  মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে ।  এ ছাড়াও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষতার পাশাপাশি টাইপিং – দক্ষতা থাকতে হবে । পাশাপাশি উল্লেখিত কাজে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

২)  পদের নাম- অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর  (ADDITIONAL DISTRICT CO- ORDINATOR)

শূন্যপদ– ০১ টি 

মাসিক বেতন-  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতি মাসে সংশ্লিষ্ট দফতরে মারফৎ ২৪,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা –

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারী প্রার্থীর বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ২৫ থেকে ৩৫ বছরের  মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 

৩) পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TECHNICAL ASSISTANT) 

শূন্যপদ- ০১ টি 

মাসিক বেতন-  

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে প্রতি মাসে সংশ্লিষ্ট দফতরে মারফৎ ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারী প্রার্থীর বয়স ০১-০১-২০২৩ -র হিসাবে ৩৭ বছরের  মধ্যে হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদন কারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র, জাতিগত সংশাপত্র থেকে শুরু করে বাসস্থানের প্রমাণ পত্র সং রাখতে হবে ।  এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে। 

সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের অধীনে। উল্লেখিত পদগুলির  ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় ।  এ ছাড়াও আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং এ রাজ্যের বাসিন্দা হতে হবে ।  

উল্লেখিত পদে আবেদন জানানোর শেষ তারিখ আগামী মার্চ মাসের ১০ তারিখ অর্থাৎ 10/03/2023 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Office of the Jhargram  Zila Parishad .

সংশ্লিষ্ট দফতরের ইমেল আই ডি – (recruitment.jzp @gmail.com 

আবেদন সম্পকে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.jhargram.gov.in -এ 

আমরা আছি আপনাদের সঙ্গে ,চোখ রাখুন bongodhara.com -এ 

Official Notice : Download 


More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

TAG – #JOB #GOVT JOB #WB JOB # PANCHAYET AND RURAL DEVELOPMENT #PMYJ #SBM

Leave a Comment