রাজ্য সরকারের অধীনে একাধিক পদে লোক নিচ্ছে, এক্ষুনি আবেদন করুন – WB Govt Recruitment

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জানি দারুণ সুসংবাদ। রাজ্যের সরকারি প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ব্লকে ব্লকে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ভারতের তথা রাজ্যর বাসিন্দা হলে এই পদ গুলিতে আবেদন জানাতে পারবেন। সরকারি প্রকল্পের অধীনে চাকরি করার দারুণ সুযোগ আপনার হাতে। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে। WB Govt Recruitment 

 

পদের নাম : সিআরপি ( কমিউনিটি রিসোর্স প্যার্সন) 

 

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে যারা আবেদন করতে ইচ্ছুক হবে তাদের আবেদন পত্র জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র বা বায়োডাটাতে নিজের সমস্ত তথ্য যেমন -নাম, বয়স, যোগ্যতা, ও অন্যান্য তথ্য দিয়ে পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে। 

 

আবেদন পত্র বা বায়োডাটার সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে : 

1. বয়সের প্রমাণ পত্র

2. পাসপোর্ট সাইজের ছবি 

3. শিক্ষাগত যোগ্যতা সমস্ত ডকুমেন্টস 

4. আধার বা ভোটার কার্ড 

5. অভিজ্ঞতা 

6. জাতিগত সংশয় পত্র 

7. অন্যান্য 

 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ বা তার সমতুল্য। 

 

বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে হবে 25-45 বছরের মধ্যে। এক্ষেত্রে বয়স গননা করা হবে 1 অক্টোবর 2023 অনুযায়ী। 

 

আবেদন পত্র জমা করার ঠিকানা : Office of the Block Development Officer, Habra-II Development Block, Vill: Borobamunia, PO: Guma, PS: Ashoknagar, Dist: North 24 Parganas, Pin: 743704

 

আবেদন করার শেষ তারিখ : এক্ষেত্রে আবেদন করতে পারবেন 13 অক্টোবর 2023 পর্যন্ত। 

 

আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন। নিচে অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে –

Official Notice  Download 
Official Website  Join Now

 

Telegram Channel  Join Now
WhatsApp Group  Join Now

2 thoughts on “রাজ্য সরকারের অধীনে একাধিক পদে লোক নিচ্ছে, এক্ষুনি আবেদন করুন – WB Govt Recruitment”

Leave a Comment