বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের অবস্থা বেশ করুণ । চুক্তি(contractual) হোক কিংবা স্থায়ী চাকরি (gov job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের(recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার(health & family welfare) কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 1300 Dated – 24/03/2023
এ বিষয়ে প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে—
১. এ ক্ষেত্রে আবেদনকারীকে অফলাইনে আবেদন করতে হবে।
২.প্রথমে সংশ্লিষ্ট জেলা ও রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যান দফতরের সরকারি ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৩.এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি সাঁটাতে হবে ।
৪. সব শেষে নিজের সই করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্রটি সংশ্লিষ্ট জেলার আধিকারিকের অফিসে পাঠাতে হবে ।
এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে—
আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তারপর দেখা হবে প্রাসঙ্গিক কাজে প্রার্থীর অভিজ্ঞতার বিষয়টি।
সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
তবে কিছু পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে ।
এবার জেনে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিবরণ
১) পদের নাম – মেডিক্যাল অফিসার ‘ (MEDICAL OFFICER)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১৯ টি
বয়স–
প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাতে হবে।
২) পদের নাম – টেকনিক্যাল সুপারভাইজর ‘ (Technical Supervisor)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বয়স–
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রি দারি হতে হবে।
৩) পদের নাম- “ল্যাবরেটরি টেকনিশিয়ান”( LABORATORY TECHNICIAN)
শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৯ টি ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে ।
মাসিক বেতন-
এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে ।
৪) পদের নাম – নিউট্রিশনিস্ট ‘ ( NUTRITIONIST)
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ০১ টি
বয়স–
প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা–
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ফুড নিউট্রিশনিস্ট স্নাতক/ স্নাতকোত্তর হতে হবে। এছাড়াও ভালোভাবে বাংলা লেখা পড়া এবং কম্পিউটারে জ্ঞান থাকা আবশ্যিক।
তবে উল্লেখিত পদের ক্ষেত্রে একমাত্র মহিলা চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
৫) পদের নাম – মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার ‘ (Medical Social Worker)
শূন্য পদের সংখ্যা- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বয়স–
প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদন কারী প্রার্থীকে যে কোনও শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।
৬) পদের নাম – স্টাফ নার্স ‘ ( STAFF NURSE )
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স–
বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে।
৭) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (COMMUNITY HEALTH ASSISTANT)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১০ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা–
প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক। এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
১১) পদের নাম- ফিজিওথেরাপিস্ট ” (PHYSIOTHERAPIST)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা–
প্রার্থীকে অবশ্যই ফিজিওথেরাপিস্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১২) পদের নাম – ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ‘ (clinical psychologist)
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মত শূন্য পদের সংখ্যা ২ টি
বয়স- এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে।
মাসিক বেতন- নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজি কোর্স পাশ হতে হবে।
১৩) পদের নাম – সিনিওর ট্রিটমেন্ট সুপারভাইজর ‘ (Senior Treatment Supervisor)
শূন্য পদের সংখ্যা- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বয়স– এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে।
মাসিক বেতন– নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে পাসাপ্সহি প্রাসঙ্গিক বিষয়ে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১৪) পদের নাম – সিনিওর টিউবার কুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজর (Senior Tuberculosis Labratory Supervisor )
শূন্য পদের সংখ্যা– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি
বয়স– এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে ৪০ এর মধ্যে।
মাসিক বেতন– নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা-
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতার পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে মোটর বাইক চালানোয় দক্ষ এবং বৈধ লাইসেন্স ধারী হতে হবে ।
১৫) পদের নাম- ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজর ” ( VBD TECHNICAL SUPERVISOR)
শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি আরও ২ হাজার টাকা করে দেওয়া হবে প্রাসঙ্গিক বিষয়ে কাজের জন্য ।
বয়স সীমা –
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা-
প্রার্থীকে অবশ্যই সায়েন্স বা বিজ্ঞান বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি যান বাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ।
১৬ ) পদের নাম- মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার (MULTI REHABILITATION WORKER)
শূন্য পদ– উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১৬ টি
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে ।
বয়স সীমা –
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
শিক্ষাগত যোগ্যতা– প্রার্থীকে অবশ্যই ফিজিওথেরাপি বিষয়ে মাষ্টার ডিগ্রীর পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
এ ছাড়াও নিম্ন লিখিত পদ গুলিতে শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
১৬ ) পদের নাম – অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট ‘
১৭) পদের নাম – সোশ্যাল ওয়ার্কার ‘
১৮) পদের নাম – প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট
২০) পদের নাম – পিয়ার সাপোর্ট ‘
২১) পদের নাম – কাউন্সিলর ‘
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM) আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক।
আবেদন ফী-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীকে আবেদন ফী দিতে হবে ১০০ টাকা পাশাপাশি সংরক্ষিত আসনের যেমন- তপশিলি জাতী, এবং উপজাতি, ওবিসি, এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে আবেদন ফী বাবদ দিতে হবে ৫০ টাকা।
আবেদনের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল—
১. আঁধার কার্ড ,
২. ভোটার কার্ড,
৩. শিক্ষাগত যোগ্যতা ,
৪. অভিজ্ঞতার সংশাপত্র ,
৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যানের তত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়।
এ ছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব সাইট www. bankura.nic.in অথবা www.wbhealth.gov.in দেখে নিতে হবে
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে এপ্রিল মাসের ১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ 17/04/2023
আমরাই দেবো সঠিক চাকরির খবর। নজর রাখুন bongodhara.com-এ
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড করুন
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here
Tag- #job news #govt job #wb job #health #nhm #health job