WB Health Recruitment :জেলা ভিত্তিক ফের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, শেষ তারিখ 4 অগাস্ট

 রাজ্য সরকারের অধীনে ফের জেলা ভিত্তিক প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের (WB Health) অধীনে সংশ্লিষ্ট শূন্যপদ গুলি পূরণ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Health Recruitment 


কী কী পদে নিয়োগ করা হবে :

1.ক্লিনিক্যাল সাইকোলজিস্ট 

2. সাইকিয়াট্রিক নার্স 

3. কমিউনিটি নার্স

4. মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার

5. অফথালমিক অ্যাসিস্টেন্ট 

6. কাউন্সিলর 

যোগ্যতা : উপরোক্ত বিভিন্ন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতাও হতে হবে বিভিন্ন। এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রেজুয়েট / জিএনএম / ডিপ্লোমা /ডিগ্রি / বিএসসি /মাস্টার্স ডিগ্রি / পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস। 

বয়সসীমা : উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে বয়স হতে হবে নূন্যতম 21 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 


মাসিক বেতন : এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য মাসিক বেতনও বিভিন্ন। সর্বোচ্চ পদের জন্য মাসিক বেতন 30 হাজার এবং সর্বনিন্ম পদের জন্য মাসিক বেতন 15 হাজার। এছাড়াও অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। 

আবেদন পদ্ধতি : স্বাস্থ্য দপ্তরে (WB Health) সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে WB Health এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর অনলাইন আবেদন শুরু করে নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে।  এরপর অনলাইন আবেদন শেষ হলে সেই আবেদন ফর্মটি প্রিন্ট আউট বের করে সেটি অফলাইন মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে। 

আবেদন ফী : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন ফী হিসেবে অফলাইন মাধ্যমে 100 টাকা জমা করতে হবে এবং সংরক্ষিতদের জন্য 50 টাকার আবেদন ফী ডিমান্ড ড্রাফট করে জমা করতে হবে। 

আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস :

1.মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র

2.এক কপি পাসপোর্ট সাইজ ছবি, আবেদনপত্রে ছবি পেস্ট করুন।

 3.সমস্ত মার্ক শীট এবং পাস করা শংসাপত্র

 4.ভোটার কার্ড/আধার কার্ড/অন্যান্য ঠিকানা প্রমাণের ফটোকপি

 5.সমস্ত অভিজ্ঞতার শংসাপত্রের সাফ ফটোকপি

 6.শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা জাত শংসাপত্র

 6.অরিজিনাল ডিমান্ড ড্রাফট

অনলাইন ও অফলাইন আবেদন করার শেষ তারিখ : অনলাইন আবেদন করতে পারবেন 04-09-2023 তারিখের মধ্যে এবং অফলাইন প্রিন্ট আউট কপি জমা দেওয়ার শেষ তারিখ 05-09-2023। 


ডিমান্ড ড্রাফট করার ঠিকানা :“DH&FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR”

আবেদন পত্র জমা করার ঠিকানা :  CMOH & Secretary, Dist. Health & Family 

Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar superscripting

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – 

Official Notice Download 

Official Website Link 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment