পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ। রাজ্য জুড়ে 23,417 শূন্যপদে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা পদে কর্মী নিয়োগ করতে চলেছে। শুধু মাত্র অষ্টম ও মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। চলুন তাহলে আজকের প্রতিবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। নিচে শূন্যপদ, যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB ICDS Anganwari Recruitment
পদের নাম : এক্ষেত্রে সাধারণত দুই ধরনের পদে নিয়োগ করা হবে।
1. অঙ্গনওয়ারী কর্মী ( Anganwari Worker)
2. অঙ্গনওয়ারী সহায়িকা ( Anganwari Helper)
নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে নিয়োগ করা হবে। ইতিমধ্যে রাজ্যের হুগলি জেলায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মোট শূন্যপদ : এক্ষেত্রে রাজ্য জুড়ে 23,419 জন কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে অঙ্গনওয়ারী কর্মী পদে শূন্যপদ রয়েছে 9453 টি এবং অঙ্গনওয়ারী সহায়িকা পদে শূন্যপদ রয়েছে 10,926 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী অঙ্গনওয়ারী কর্মী পদে আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য এবং যে সকল চাকরি প্রার্থী অঙ্গনওয়ারী সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য।
প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
1. বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)
5. পরিচয় পত্র
6. বাসিন্দা প্রমাণ
7. অন্যান্য
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী ICDS Anganwari সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে নিদিষ্ট জেলার বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী। সম্প্রতি হুগলি জেলায় অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে এবং বাকি জেলার নিয়োগের ক্ষেত্রে জেলার প্রকাশিত নোটিশ অনুযায়ী অফলাইন বা অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তথ্য : সুত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই উত্তর 24 পরগণা জেলায় 1714 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। জেলার অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করবেন পরবর্তী আপডেট পেতে।
এক এক করে রাজ্যের সব জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আগ্রহী প্রার্থীরা নিজের জেলার নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে সবার আগে আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
সংশ্লিষ্ট নিয়োগ ও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ চেক করতে অবশ্যই জেলার অফিসিয়াল ওয়েবসাইট গুলি ফলো করবেন
নীলব্রত মুখার্জী, রামপুরহাট বীরভূম পিন ৭৩১২২৪, ফোন ও হোয়াটস্যাপ নাম্বার :-৭৪০৭৮০৭৯৮৬